

টোকিও অলিম্পিক্সে লভলিনা বরগোহাঁইয়ের সোনা বা রূপো জয়ের স্বপ্ন শেষ। ব্রোঞ্জ নিয়েই সন্তুষ্ট থাকতে হলো ভারতের এই বক্সারকে। সেমিফাইনালে হেরে গেলেন তিনি।
বুধবার মহিলাদের বক্সিংয়ের (৬৪ থেকে ৬৯ কেজি) সেমিফাইনাল খেলতে নেমেছিলেন লভলিনা বরগোহাঁই। প্রতিপক্ষ ছিলেন তুরষ্কের বুসেনাজ সুরমেনেলি। কিন্ত তুর্কি প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে ০-৫ ব্যবধানে হেরে যান অসমের এই বক্সার। ব্রোঞ্জ নিয়েই সন্তুষ্ট থাকতে হলো তাঁকে।
অপরদিকে আজ কুস্তির দুই বিভাগে সেমিফাইনালে উঠেছেন ভারতের রবি দাহিয়া এবং দীপক পুনিয়া। জ্যাভলিন থ্রোয়ের ফাইনালে উঠেছেন ভারতের তারকা অ্যাথলিট নীরজ চোপড়া।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন