লভলিনা বরগোহাঁইয়
লভলিনা বরগোহাঁইয়ফাইল ছবি ট্যুইটারের সৌজন্যে

Tokyo Olympics: বক্সিংয়ের সেমিতে হার, ব্রোঞ্জ নিয়েই সন্তুষ্ট থাকতে হলো লভলিনাকে

বুধবার মহিলাদের বক্সিংয়ের সেমিফাইনাল খেলতে নেমেছিলেন লভলিনা বরগোহাঁই। প্রতিপক্ষ ছিলেন তুরষ্কের বুসেনাজ সুরমেনেলি। কিন্ত তুর্কি প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে ০-৫ ব‍্যবধানে হেরে যান অসমের এই বক্সার।
Published on

টোকিও অলিম্পিক্সে লভলিনা বরগোহাঁইয়ের সোনা বা রূপো জয়ের স্বপ্ন শেষ। ব্রোঞ্জ নিয়েই সন্তুষ্ট থাকতে হলো ভারতের এই বক্সারকে। সেমিফাইনালে হেরে গেলেন তিনি।

বুধবার মহিলাদের বক্সিংয়ের (৬৪ থেকে ৬৯ কেজি) সেমিফাইনাল খেলতে নেমেছিলেন লভলিনা বরগোহাঁই। প্রতিপক্ষ ছিলেন তুরষ্কের বুসেনাজ সুরমেনেলি। কিন্ত তুর্কি প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে ০-৫ ব‍্যবধানে হেরে যান অসমের এই বক্সার। ব্রোঞ্জ নিয়েই সন্তুষ্ট থাকতে হলো তাঁকে।

অপরদিকে আজ কুস্তির দুই বিভাগে সেমিফাইনালে উঠেছেন ভারতের রবি দাহিয়া এবং দীপক পুনিয়া। জ‍্যাভলিন থ্রোয়ের ফাইনালে উঠেছেন ভারতের তারকা অ‍্যাথলিট নীরজ চোপড়া।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

logo
People's Reporter
www.peoplesreporter.in