Tokyo Olympics: কুস্তির দুই বিভাগের কোয়ার্টার ফাইনালে ভারতের দীপক পুনিয়া ও রবি দাহিয়া

টোকিও অলিম্পিক্সে ভারতের কুস্তি ভাগ‍্য এখনো সেভাবে কোনো সাফল্য পায়নি। কিন্তু রবি দাহিয়া এবং দীপক পুনিয়ার হাত ধরে এবার মনে হয় সেই ব‍্যর্থতা কিছুটা কাটিয়ে উঠতে পেরেছে ভারত।
দীপক পুনিয়া
দীপক পুনিয়াছবি ইন্ডিয়া অল স্পোর্টস ট্যুইটার হ্যান্ডেলের সৌজন্যে

টোকিও অলিম্পিক্সে ভারতের কুস্তি ভাগ‍্য এখনো সেভাবে কোনো সাফল্য পায়নি। কিন্তু রবি দাহিয়া এবং দীপক পুনিয়ার হাত ধরে এবার মনে হয় সেই ব‍্যর্থতা কিছুটা কাটিয়ে উঠতে পেরেছে ভারত। বুধবার সকাল কুস্তির দুই পৃথক ইভেন্টে কোয়ার্টার ফাইনালে উঠলেন রবি দাহিয়া এবং দীপক পুনিয়া‌।

পুরুষদের কুস্তির ৮৬ কেজি বিভাগে কোয়ার্টার ফাইনালে দীপক পুনিয়া। নাইজেরিয়ার আজিয়োমোরকে ১২-১ ব‍্যবধানে হারালেন বিশ্বের দুই নম্বর ভারতীয় কুস্তিগীর দীপক পুনিয়া।

অপরদিকে ফ্রি-স্টাইল কুস্তিতে পুরুষদের ৫৭ কেজি বিভাগে কোয়ার্টার ফাইনালে উঠেছেন রবি দাহিয়া। প্রি কোয়ার্টার রাউন্ডে কলম্বিয়ার অস্কার টিগরেরসকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠলেন তিনি।

টেকনিক‍্যাল সুপিরিয়রিটির নিরিখে ১৩-২ ব‍্যবধানে অস্কারকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেন রবি দাহিয়া।

যদিও মহিলাদের কুস্তিতে ৫৭ কেজি বিভাগে প্রি কোয়ার্টার রাউন্ডে হেরে গেলেন ভারতের অংশু মালিক। বিশ্বের তিন নম্বর কুস্তিগীর বেলারুশের ইরিনা কুরাচকিনার বিরুদ্ধে ২-৮ ব‍্যবধানে হেরে যান ১৯ বছরে অংশু।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in