Tokyo Olympics: যোগ্যতা অর্জন করলেন ভারতীয় মহিলা কুস্তিগীর সীমা বিসলা

ভারতের হয়ে চতুর্থ মহিলা কুস্তিগীর হিসেবে টোকিও অলিম্পিকের টিকিট পেলেন সীমা। সোফিয়াতে বিশ্ব অলিম্পিক কোয়ালিফায়ারের ৫০ কেজি বিভাগের ফাইনালে পৌঁছানোর সাথে সাথেই সীমা অলিম্পিকের যোগ্যতা অর্জন করেন।
সীমা বিসলা
সীমা বিসলাফাইল ছবি সংগৃহীত

টোকিও অলিম্পিকের যোগ্যতা অর্জন করলেন ভারতীয় মহিলা কুস্তিগীর সীমা বিসলা।ভারতের হয়ে চতুর্থ মহিলা কুস্তিগীর তথা অষ্টম কুস্তিগীর হিসেবে টোকিও অলিম্পিকের টিকিট পেলেন সীমা। সোফিয়াতে অনুষ্ঠিত বিশ্ব অলিম্পিক কোয়ালিফায়ারের ৫০ কেজি বিভাগের ফাইনালে পৌঁছানোর সাথে সাথেই সীমা অলিম্পিকের জন্য যোগ্যতা অর্জন করেন।

টোকিওতে যাওয়ার জন্য সেমিফাইনালে জিততেই হতো সীমাকে। এই লড়াইয়ে মহিলাদের ৫০ কেজি বিভাগের সেমিফাইনালে কোনো ভুল করেননি ভারতীয় কুস্তিগীর। ইউরোপীয়ন চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জয়ী পোল্যান্ডের আনা লুকাসিয়াককে ২-১ ব্যবধানে হারিয়ে ফাইনালে উঠলেন তিনি। সেইসঙ্গে টোকিও অলিম্পিকের ছাড়পত্রও পেলেন তিনি। ফাইনালে সীমার প্রতিপক্ষ ইকুয়েডরের লুসিয়া ইয়ামিলেথ ইয়েপেজ গুজম্যান।

২৯ বর্ষীয় সীমা এদিন তিনটি ম্যাচে জয় ছিনিয়ে নিলেন। প্রি কোয়ার্টার ফাইনালে ৮-০ ফলে তিনি হারান বেলারুশের অ্যানাসতাসিয়া ইয়ানোতাভাকে। এরপর কোয়ার্টার ফাইনালে সুইডেনের এম্মা মালম্রগেনকে ১০-২ ব্যবধানে হারিয়ে সহজেই সেমিফাইনালে পৌঁছে যান সীমা। সেমিতে পোলিশ প্রতিপক্ষ আনা লুকাসিয়াককে হারিয়ে দেন তিনি।

২০১৬ সালে অলিম্পিকে ভারতের হয়ে আট জন কুস্তিগীর অলিম্পিকে অংশগ্রহণ করেছিলেন। তবে সেবার মহিলা কুস্তিগীর ছিলেন তিন জন। এই প্রথম চার জন মহিলা কুস্তিগীর অলিম্পিকে নামছেন। সীমা ছাড়াও অপর তিন জন হলেন, ভিনেশ ফোগট, আনশু মালিক এবং সোনম মালিক।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in