Tokyo Olympics: ইতিহাস গড়ে ছাড়পত্র পেলেন ভারতীয় সাঁতারু সাজন প্রকাশ

ইতিহাস গড়লেন ভারতীয় সাঁতারু সাজন প্রকাশ। শনিবার রোমের সেট্টে কোলি প্রতিযোগিতায় ২০০ মিটার বাটারফ্লাই ইভেন্টে ১:৫৬:৩৮ সেকেণ্ড সময় করে তিনি টোকিও অলিম্পিক্সের ছাড়পত্র জোগাড় করে নিলেন।
ভারতীয় সাঁতারু সাজন প্রকাশ
ভারতীয় সাঁতারু সাজন প্রকাশছবি সাই মিডিয়ার সৌজন্যে

ইতিহাস গড়লেন ভারতীয় সাঁতারু সাজন প্রকাশ। শনিবার রোমের সেট্টে কোলি প্রতিযোগিতায় ২০০ মিটার বাটারফ্লাই ইভেন্টে ১:৫৬:৩৮ সেকেণ্ড সময় করে তিনি টোকিও অলিম্পিক্সের ছাড়পত্র জোগাড় করে নিলেন। এই বিভাগে যোগ্যতা নির্ণয়ের জন্য সময় রাখা হয়েছিলো ১:৫৬:৪৮ সেকেণ্ড। তিনিই প্রথম ভারতীয় যিনি ‘এ’ কোয়ালিফাইং মার্কস নিয়ে অলিম্পিকের যোগ্যতা অর্জন করলেন।

গত সপ্তাহে বেলগ্রেডে ২০০ মিটার বাটারফ্লাইতে সাজন প্রকাশ সময় করেছিলেন ১:৫৬:৯৬ সেকেণ্ড। যা ছিলো নতুন জাতীয় রেকর্ড। ২০১৮ সালে নিজেরই গড়া ১:৫৭:৭৩ সেকেন্ডের রেকর্ড ভেঙে তিনি ওই রেকর্ড করেছিলেন। যদিও তখনও তিনি টোকিও অলিম্পিক্সের যোগ্যতামানে পৌঁছতে পারেননি। যা তিনি এদিন পেরিয়ে গিয়ে অলিম্পিক্সের ছাড়পত্র অর্জন করে নিলেন।

এদিন যোগ্যতা অর্জনের পর সাই-য়ের পক্ষ থেকে এক ট্যুইট বার্তায় অভিনন্দন জানানো হয় সাজন প্রকাশকে।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in