Tokyo Olympics: সহজ জয়ে শেষ ষোলোতে ভারতীয় কিংবদন্তী মেরি কম
টোকিও অলিম্পিকের প্রথম ম্যাচেই সহজ জয় ছিনিয়ে শেষ ষোলোতে পৌঁছে গেলেন মেরি কম। মহিলাদের ফ্লাইওয়েট ইভেন্টে ডোমিনিকার মিগুয়েলিনা হার্নান্দেজকে সহজেই হারালেন ছয় বারের বিশ্ব চ্যাম্পিয়ন মেরি।
খেলার ফলাফল ভারতীয় কিংবদন্তীর পক্ষে ৪-১। প্রত্যাশা মতো ৫১ কেজি বিভাগে জয়ের সাথে নিজের জাত চেনালেন মেরি। প্রতিপক্ষ ডমিনিকার মিগুয়েলিনাকে দাঁড়াতেই দেননি তিনি। ২০১২ লন্ডন অলিম্পিকে পদক জয়ী মেরির আবার পদক জয়ের আশায় স্বপ্ন দেখছে আসমূদ্র হিমাচল।
রবিবার সকালেই মহিলাদের ব্যাডমিন্টনে প্রথম রাউন্ডের ম্যাচে সেনিয়া পোলিকারপোভার বিপক্ষে সহজ জয় তুলে নিয়েছেন ভারতীয় শাটলার পিভি সিন্ধু। খেলার ফলাফল সিন্ধুর পক্ষে ২১-৭ ও ২১-১০। মাত্র ২১ মিনিটের লড়াইয়ে প্রতিপক্ষকে দাঁড়াতেই দেননি তিনি।
একইদিনে জিমন্যাস্টিকের বাছাই পর্বে দ্বাদশ স্থানে শেষ করে ফাইনাল থেকে ছিটকে গেছেন বাংলার মেয়ে প্রণতি। সেইসঙ্গে টেনিসে মহিলাদের ডবলসে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত হারের মুখ দেখতে হয়েছে সানিয়া মির্জা এবং অঙ্কিতা রায়না জুটিকে।
SUPPORT PEOPLE'S REPORTER
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

