ভারতের মহিলা হকি দল
ভারতের মহিলা হকি দলছবি হকি ইন্ডিয়া-র ট্যুইটার হ্যান্ডেলের সৌজন্যে

Tokyo Olympics: মহিলা হকির সেমিতে আর্জেন্টিনার বিরুদ্ধে এগিয়ে থেকেও হার, স্বপ্ন ভঙ্গ রানিদের

লড়াই করেও আর্জেন্টিনার বিরুদ্ধে জয় অর্জন করতে পারলেন না ভারতের মেয়েরা। অনেকগুলো সুযোগ নষ্টের খেসারত দিতে হলো হার দিয়ে। ২-১ ব্যবধানে ভারতকে হারিয়ে মহিলাদের ফিল্ড হকির ফাইনালে আর্জেন্টিনা।

শক্তিশালী অস্ট্রেলিয়াকে ১-০ গোলে হারিয়ে ইতিহাস তৈরি করে সেমিফাইনালে পৌঁছেছিলো ভারতের মহিলা হকি দল। তবে সেমিফাইনালে স্বপ্ন ভঙ্গ হলো রানি রামপালদের। লড়াই করেও আর্জেন্টিনার বিরুদ্ধে জয় অর্জন করতে পারলেন না ভারতের মেয়েরা। অনেকগুলো সুযোগ নষ্টের খেসারত দিতে হলো হার দিয়ে। ২-১ ব্যবধানে ভারতকে হারিয়ে মহিলাদের ফিল্ড হকির ফাইনালে আর্জেন্টিনা।

সেমিফাইনাল হারলেও ওম্যান ইন ব্লু-দের সামনে রয়েছে ব্রোঞ্জ জয়ের সুযোগ। অন্য সেমিফাইনালে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন গ্রেট ব্রিটেনকে ৫-১ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে নেদারল্যান্ড। ভারত ব্রোঞ্জের লড়াইয়ে মুখোমুখি হবে রিও অলিম্পিকে সোনা জয়ী গ্রেট ব্রিটেনের বিপক্ষে।

এদিন প্রথম কোয়ার্টারের শুরুতেই গোল করে এগিয়ে যায় ভারত। দু মিনিটের মাথায় পেনাল্টি কর্ণার থেকে গোল করে ভারতকে এগিয়ে দেন গুরজিত কৌর। প্রথম কোয়ার্টারে এই লীড বজায় রাখে টিম ইন্ডিয়া। তবে দ্বিতীয় কোয়ার্টারের শুরুতেই সমতা ফিরে পায় আর্জেন্টিনা। আর্জেন্টিনার অধিনায়ক মারিয়া নোয়েল গোল করে দলকে সমতা এনে দেন।

দ্বিতীয় কোয়ার্টারে বেশ কয়েকটি বড় সুযোগ হাতছাড়া করে ভারত। দুটি পেনাল্টি কর্ণার পেলেও তা কাজে লাগাতে পারেনি গুরজিতরা। তৃতীয় কোয়ার্টারের ৩৬ মিনিটে আর্জেন্টিনাকে এগিয়ে দেন আবার সেই অধিনায়ক। এর ঠিক তিন মিনিট পরেই সবুজ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় ভারতের নেহাকে। দশ জনে নেমে আসে রানি রামপালরা। তবে চতুর্থ কোয়ার্টারে আর্জেন্টিনার বিরুদ্ধে চাপ বাড়াতে থাকে ভারত। কিন্তু আবারও পেনাল্টি কর্ণার থেকে গোল করতে ব্যর্থ হয় তারা। শেষ পর্যন্ত আর সমতা ফেরানো হয়ে ওঠেনি। ২-১ ব্যবধানে ম্যাচ জিতে ফাইনালে পৌঁছে যায় আর্জেন্টিনা।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in