Tokyo Olympics: প্রথম রাউন্ডে ভুটানের কর্মাকে হেলায় হারালেন দীপিকা কুমারী
প্রথম রাউন্ডে ভুটানের কর্মাকে হেলায় হারালেন দীপিকা কুমারী। মহিলাদের তিরন্দাজীর ব্যাক্তিগত ইভেন্টে ৬-০ ব্যবধানে ম্যাচ জিতে নিলেন দীপিকা। কর্মার বিরুদ্ধে তিন সেটেই জয় নিশ্চিত করেছেন তিনি। খেলার ফলাফল দীপিকার পক্ষে ২৬-২৩, ২৬-২৩, ২৭-২৪ ।
তিনটি সেটেই দীপিকা ২ করে সেট পয়েন্ট পায়। প্রি কোয়ার্টার ফাইনালে দীপিকা মুখোমুখি হবেন আমেরিকার জেনিফার মুচিনোর। আজকেই অনুষ্ঠিত হবে এই ম্যাচ। এই ম্যাচে দীপিকার ভালো ফলের দিকে তাকিয়ে দেশবাসী। বাছাইপর্বে হতাশাজনক প্রদর্শন করলেও প্রথম রাউন্ডে সহজ জয় আত্মবিশ্বাস বাড়াবে দীপিকার।
২৩ শে জুলাই যোগ্যতা অর্জন পর্বে নবম স্থানে শেষ করেছিলেন দীপিকা। ৭২ টি তিরে ৬৬৩ পয়েন্ট সংগ্রহ করেছিলেন তিনি। টোকিওতে যাদের ওপর ভারত পদক জয়ের স্বপ্ন দেখছে তাদের মধ্যে দীপিকা কুমারী অন্যতম। এর আগে তরুণ তীরন্দাজ প্রবীণ যাদবকে প্রি-কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিতে হয়েছে। তার আগে তীরন্দাজ তরুণদীপ রাইকেও বিদায় নিতে হয়েছে অলিম্পিক থেকে। দীপিকা কুমারী আশা জিইয়ে রেখেছেন পদক জয়ের।
SUPPORT PEOPLE'S REPORTER
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

