Tokyo Olympics: জেনিফার মুচিনোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে দীপিকা কুমারী

প্রি কোয়ার্টারে আমেরিকার জেনিফার মুচিনোর বিরুদ্ধে ৬-৪ ব্যবধানে জিতে কোয়ার্টার ফাইনালে প্রবেশ করলেন ভারতীয় তীরন্দাজ। খেলার ফলাফল দীপিকার পক্ষে ২৫-২৬, ২৮-২৫, ২৭-২৫, ২৪-২৫, ২৬-২৫।
দীপিকা কুমারী
দীপিকা কুমারী ছবি টিম ইন্ডিয়া ট্যুইটার হ্যান্ডেলের সৌজন্যে

দীপিকার হাত ধরে পদক জয়ের প্রত্যাশা ক্রমশ বাড়ছে দেশবাসীর। ভুটানের কর্মাকে হারিয়ে মহিলাদের তীরন্দাজীর ব্যাক্তিগত ইভেন্টের প্রি কোয়ার্টার ফাইনালে প্রবেশ করেছিলেন দীপিকা। আজই অনুষ্ঠিত প্রি কোয়ার্টারে আমেরিকার জেনিফার মুচিনোর বিরুদ্ধে ৬-৪ ব্যবধানে জিতে কোয়ার্টার ফাইনালে প্রবেশ করলেন ভারতীয় তীরন্দাজ। খেলার ফলাফল দীপিকার পক্ষে ২৫-২৬, ২৮-২৫, ২৭-২৫, ২৪-২৫, ২৬-২৫।

দ্বিতীয় রাউন্ডে পাঁচ সেটের জোরালো লড়াইয়ের পর ৬-৪ সেট পয়েন্টে বাজিমাৎ করেন বিশ্বের এক নম্বর তীরন্দাজ দীপিকা। প্রথম সেটে ২৫-২৬ ব্যবধানে হেরে পিছিয়ে পড়লেও দ্বিতীয় সেটে ২৮-২৫ ব্যবধানে জিতে কামব্যাক করেন। তৃতীয় সেটে ২৭-২৫ ব্যবধানে জিতে এগিয়ে যান ভারতীয় তারকা। তবে চতুর্থ সেটে ২৪-২৫ ব্যবধানে দীপিকা হেরে যাওয়ায় খেলা নাটকীয় মোড় নেয়। নির্ধারক পঞ্চম সেটে বাজিমাৎ করেন দীপিকা। ২৬-২৫ ব্যবধানে জয় হাসিল করে কোয়ার্টার ফাইনালে পৌঁছে যান তিনি।

প্রথম রাউন্ডে বুধবার ভুটানের কর্মাকে ৬-০ পয়েন্ট সেটে ম্যাচ হারিয়ে দুরন্ত জয় ছিনিয়ে নেয় দীপিকা। তিন সেটের ম্যাচে খেলার ফলাফল তাঁর পক্ষে ২৬-২৩, ২৬-২৩, ২৭-২৪।

২৩ শে জুলাই বাছাই পর্বে নবম স্থানে শেষ করলেও বুধবার পরপর দুই রাউন্ডে জয়ের সাথে পদক জয়ের আশা জিইয়ে রেখেছেন দীপিকা।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in