
টোকিও ২০২০ অলিম্পিক্সে প্রথম সোনার পদক জিতলেন চীনের ইয়াং কুইয়ান। ১০ মিটার এয়ার রাইফেল বিভাগে তিনি এই সোনা জেতেন। সোনা জেতার পাশাপাশি অলিম্পিক রেকর্ডের অধিকারী হলেন ইয়াং। এদিন তিনি স্কোর করেন ২৫১.৮।
এদিন সোনা জয়ের পর কোভিড প্রোটোকল মেনে ইয়াং-এর হাতে একটি ট্রেতে করে পদক তুলে দেন অলিম্পিক কমিটির প্রেসিডেন্ট টমাস বাক। ট্রে থেকে স্বর্ণ পদক তুলে নিয়ে নিজেই গলায় পরেন ইয়াং কুইয়ান।
মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেল বিভাগে চীনের পরে দ্বিতীয় স্থানে শেষ করেছেন রাশিয়ার আনাস্তাসিয়া গালাসিনা। তিনি স্কোর করেছেন ২৫১.১। এই বিভাগে ব্রোঞ্জ পেয়েছেন সুইজারল্যান্ডের নিনা ক্রিশ্চিয়ান। তাঁর স্কোর ২৩০.৬। প্রতিযোগিতার একদম শেষ পর্যায়ে ৮.৯ স্কোর করে রাশিয়ান গালাসিনার কাছ থেকে সোনার পদক ছিনিয়ে নেন চীনের ইয়াং কুইয়ান।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন