ফাইনালে ব্রাজিল
ফাইনালে ব্রাজিলছবি বি/আর ফুটবল ট্যুইটার হ্যান্ডেলের সৌজন্যে

Tokyo Olympics: মেক্সিকোকে টাইব্রেকারে হারিয়ে ফাইনালে ব্রাজিল

মেক্সিকোকে টাইব্রেকারে হারিয়ে টোকিও অলিম্পিকের ফাইনালে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ব্রাজিল। নিজেদের দেশে রিও অলিম্পিকে জার্মানিকে হারিয়ে সোনা জয়ী ব্রাজিল আবারও ফুটবলে সোনা জয়ের দোরগোড়ায়।

মেক্সিকোকে টাইব্রেকারে হারিয়ে টোকিও অলিম্পিকের ফাইনালে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ব্রাজিল। নিজেদের দেশে রিও অলিম্পিকে জার্মানিকে হারিয়ে সোনা জয়ী ব্রাজিল আবারও ফুটবলে সোনা জয়ের দোরগোড়ায়। ফাইনালে স্পেন এবং জাপানের মধ্যে জয়ী দলের মুখোমুখি হবে সেলেসাওরা।

জাপানের কাশিমা সকার স্টেডিয়ামে দুরন্ত এক লড়াইয়ের সাক্ষী থাকলো ফুটবল বিশ্ব। নির্ধারিত ৯০ মিনিটে গোলশূন্য অবস্থায় থাকে দুই দল। এরপর খেলা গড়ায় অতিরিক্ত ৩০ মিনিটে। হাড্ডাহাড্ডি লড়াইয়ে অতিরিক্ত সময়েও দুই দল গোলের দেখা পায়নি। এরপর খেলা নিয়ে যাওয়া হয় টাইব্রেকারে। যেখানে মেক্সিকোর বিপক্ষে বাজিমাৎ করে ব্রাজিল। পেনাল্টিতে ৪-১ ব্যবধানে ম্যাচ জিতে নেয় দানি আলাভেস, গ্যাব্রিয়েল মার্তেনেল্লিরা।

টাইব্রেকারে প্রথম স্পট কিক নিতে গিয়ে কোনো ভুল করেননি সাও পাওলোর অভিজ্ঞ ব্রাজিলিয়ান দানি আলাভেস। জবাবে মেক্সিকোর হয়ে প্রথম কিক নিতে যাওয়া এডুয়ার্ডো আগুইরের বল আটকে দেন ব্রাজিলিয়ান গোলরক্ষক সান্টোস। দ্বিতীয় স্পট কিকে ব্রাজিলের হয়ে গোল করেন গ্যাব্রিয়েল মার্তেনেল্লি। তবে এবারও মেক্সিকো ব্যর্থ হয়। জোহান ভাসকেস অফ টার্গেটে বল মারেন। তৃতীয় স্পট কিকে কার্লোস রড্রিগেজ মেক্সিকোর হয়ে গোল করলেও ব্রাজিল কোনো ভুল না করে তৃতীয় ও চতুর্থ বলে গোল করে জয় ছিনিয়ে নেন। ব্রাজিলের হয়ে টাইব্রেকারে তৃতীয় গোলটি করেন ব্রুনো গুইমারেস এবং চতুর্থ গোলটি করেন রেনিয়ের।

সেমিফাইনালে মেক্সিকো হারলেও তাদের পদক জয়ের আশা এখনও শেষ হয়ে যায়নি। জাপান ও স্পেনের মধ্যে পরাজিত দলের বিপক্ষে ব্রোঞ্জ জয়ের লড়াইয়ে নামবে তারা।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in