

টোকিও অলিম্পিক্সে প্রি কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন বাংলার তিরন্দাজ অতনু দাস। তিরন্দাজির ব্যক্তিগত ইভেন্টে প্রাক্তন অলিম্পিকজয়ী তথা প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন কোরিয়ার ওহ জিনহিয়েককে হারিয়ে প্রি কোয়ার্টার ফাইনালে উঠেছেন অতনু।
বৃহস্পতিবারের ম্যাচে নির্ধারিত ৫ সেটের পর অতনু ও জিনহিয়েকের পয়েন্ট সমান সমান ছিল। টাইব্রেকারে একটি তিরে ১০ পয়েন্ট সংগ্রহ করেন অতনু। লন্ডন অলিম্পিক্সে সোনা জয়ী জিনহিয়েকের হয় ৯ পয়েন্ট। ফলে ম্যাচ জিতে যান অতনু। অতনুর পাশাপাশি গ্যালারিতে বসে তখন আনন্দে আত্মহারা স্ত্রী দিপীকা কুমারী।
প্রি-কোয়ার্টার ফাইনালে জাপানের তাকাহারু ফুরুকাওয়ার মুখোমুখি হবেন অতনু দাস।
প্রাক্তন অলিম্পিক্স চ্যাম্পিয়নকে হারানোয় সোশ্যাল মিডিয়ায় অতনু দাসকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন ভারতীয়রা।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন