Tokyo Olympics: ১১ হাজার অ্যাথলিটের মধ্যে পদক জয়ে শীর্ষে অস্ট্রেলিয়ান সাঁতারু এমা ম্যাককেউন

এক নজরে টোকিও অলিম্পিক্সে ব্যক্তিগতভাবে সবচেয়ে বেশি পদক জয়ী শীর্ষ পাঁচ তারকাকে দেখে নেওয়া যাক। উল্লেখ্য, সবচেয়ে বেশি পদক জয়ী শীর্ষ পাঁচ তারকার প্রত্যেকেই হলেন সাঁতারু।
অস্ট্রেলিয়ান সাঁতারু এমা ম্যাককেউন
অস্ট্রেলিয়ান সাঁতারু এমা ম্যাককেউনছবি এমা ম্যাককেউন-এর ট্যুইটার হ্যান্ডেলের সৌজন্যে

টোকিওতে অলিম্পিক্সের মহাযজ্ঞের সমাপ্তি ঘটেছে। বিশ্বব্যাপী প্রায় ১১,০০০ অ্যাথলিট অংশ নিয়েছিলেন এই অলিম্পিক্সে। রেকর্ড ভাঙা গড়ার পাশাপাশি কীর্তি স্থাপন করতে উঠে এসেছে অনেক নতুন নাম। এক নজরে টোকিও অলিম্পিক্সে ব্যক্তিগতভাবে সবচেয়ে বেশি পদক জয়ী শীর্ষ পাঁচ তারকাকে দেখে নেওয়া যাক। উল্লেখ্য, সবচেয়ে বেশি পদক জয়ী শীর্ষ পাঁচ তারকার প্রত্যেকেই হলেন সাঁতারু।

১. এমা ম্যাককেউন (অস্ট্রেলিয়া): টোকিওতে ব্যাক্তিগত ভাবে সাতটি পদক জিতে শীর্ষে রয়েছেন ব্রিসবেনের সাঁতারু এমা ম্যাককেউন। এক অলিম্পিক্সে মারিয়া গোরোভস্কির সাথে যৌথভাবে মহিলাদের মধ্যে সবচেয়ে বেশি পদক জয়ের রেকর্ড এখন এমা ম্যাককেউনের দখলে। ব্রিসবেনের এই সাঁতারু ৫০ মিটার ও ১০০ মিটার ফ্রিস্টাইল এবং ৪×১০০ মিটার মেডলি এবং ফ্রিস্টাইল রিলেতে সোনা জেতেন। এছাড়াও এমা ব্রোঞ্জ জেতেন ১০০ মিটার বাটারফ্লাই, ৪×২০০ মিটার ফ্রিস্টাইল রিলে এবং ৪×১০০ মিটার মিক্সড রিলেতে।

২. সেলেব ড্রেসেল (মার্কিন যুক্তরাষ্ট্র): টোকিও অলিম্পিক্সে পাঁচটি সোনা জিতেছেন এই তারকা সাঁতারু। মার্ক স্পিতজ, ম্যাট বিওন্ডি ও মাইকেল ফেল্পসের পর চতুর্থ মার্কিন সাঁতারু হিসেবে পাঁচটি সোনা জেতেন ড্রেসেল। ৪×১০০ মিটার ফ্রিস্টাইল রিলেতে প্রথম সোনা জেতেন ড্রেসেল। এরপর ৫০ মিটার ও ১০০ মিটার ফ্রিস্টাইলে রেকর্ড গড়ে সোনা জেতেন এই মার্কিন সাঁতারু। এছাড়াও ইতিহাস তৈরি করে ১০০ মিটার বাটারফ্লাই এবং ৪×১০০ মিটার মেডলি রিলেতে সোনা জেতেন।

৩. কাইলি ম্যাককেউন (অস্ট্রেলিয়া): টোকিওতে তিনটি সোনা এবং একটি ব্রোঞ্জ নিয়ে মোট চারটি পদক জিতেছেন কুইন্সল্যান্ডের ২০ বর্ষীয় সাঁতারু। অলিম্পিকে রেকর্ড গড়ে ১০০ মিটারে সোনা জেতেন কাইলি। এরপর ২০০ মিটার ব্যাকস্ট্রোকে এবং ৪×১০০ মিটার মেডলিতে সোনা জেতেন এই অজি সাঁতারু। এছাড়াও মিক্সড ৪×১০০ মিটার মেডলি রিলেতে ব্রোঞ্জ জেতেন তিনি।

৪. চাং উয়েফি (চীন): নতুন অলিম্পিক রেকর্ড গড়ে ২০০ মিটার বাটারফ্লাই বিভাগে সোনা জেতেন উয়েফি। এছাড়াও ৪×২০০ মিটার ফ্রিস্টাইল টিমের হয়ে সোনা জেতেন তিনি। এছাড়াও ১০০ মিটার বাটারফ্লাই এবং ৪×১০০ মিটার মিক্সড রিলেতে রূপো জেতেন উয়েফি।

৫. ক্যাথলিন লেডেকি (মার্কিন যুক্তরাষ্ট্র): মার্কিন যুক্তরাষ্ট্রের এই সাঁতারু টোকিও অলিম্পিক্সে মোট চারটি পদক জিতেছেন। ৪০০ মিটার ফ্রিস্টাইলে রূপো জিতে অলিম্পিক্স অভিযান শুরু হয় তাঁর। এরপর ৪×২০০ মিটার ফ্রিস্টাইলে রূপো জেতেন লেডেকি। অবশেষে ১৫০০ মিটার এবং ৮০০ মিটার ফ্রিস্টাইলে সোনা জেতেন তিনি।

- with inputs from IANS

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in