

সুতীর্থার পর এবার টেবিল টেনিসে হারের মুখ দেখলেন মণিকা বাত্রা। অস্ট্রেলিয়ার সোফিয়া পলকানোভার বিপক্ষে দাঁড়াতেই পারেননি ভারতীয় প্যাডলার। ৪-০ সেটে অনায়াসে জয় ছিনিয়ে নিয়েছেন সোফিয়া।
খেলার ফলাফল সোফিয়ার পক্ষে ১১-৮, ১১-২, ১১-৫ ও ১১-৬। প্রথম রাউন্ডে প্রতিরোধ গড়লেও শেষ তিন রাউন্ডে সামান্যতম প্রতিরোধই গড়তে পারলেন না মণিকা। খড়-কুটোর মতো সোফিয়া পলকানোভার বিপক্ষে উড়ে গেলেন তিনি।
প্রথম দুই রাউন্ডে দুরন্ত জয় আসে মণিকার ঝুলিতে। ভারত স্বপ্ন দেখাও শুরু করেছিলো দেশের স্টার প্যাডলারের পদক জয় নিয়ে। তবে তৃতীয় রাউন্ডেই সিঙ্গেলস অভিযান শেষ হলো মণিকার। ভারত এখন তাকিয়ে আছে শরথ কমলের দিকে। পর্তুগালের টিয়াগো অ্যাপোলোনিয়াকে হারিয়ে তৃতীয় রাউন্ডে গিয়েছেন শরথ।
সোমবার সকালে হারের মুখ দেখেছেন বাংলার মুখ সুতীর্থা মুখোপাধ্যায়। পর্তুগালের ফু য়ু-র সামনে দাঁড়াতেই পারেননি উত্তর ২৪ পরগনার নৈহাটির মেয়ে। মাত্র ২০ মিনিটেই ৩-১১, ৩-১১, ৫-১১, ৫-১১ ব্যবধানে স্ট্রেট সেটে হেরে বিদায় নেন সুতীর্থা।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন