
কিউই কিংবদন্তী অলরাউন্ডার ড্যানিয়েল ভেট্টোরিকে পেছনে ফেললেন টিম সাউদি। নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ আন্তর্জাতিক উইকেটের মালিক হয়ে গেলেন তিনি। করাচিতে পাকিস্তানের বিপক্ষে তৃতীয় একদিনের ম্যাচে এই রেকর্ড গড়েন সাউদি।
এই ম্যাচে সাউদি তাঁর দশ ওভারের স্পেলে ৫৬ রানের বিনিময়ে ৩ টি উইকেট তুলে নেন। তিনি ফেরান আঘা সালমান(৪৫), মহম্মদ নওয়াজ(৮) এবং উসামা মিরকে(৬)। তিনটি উইকেট নেওয়ার সাথে সাথেই আন্তর্জাতিক ক্রিকেটে নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ উইকেটের মালিক হয়ে যান সাউদি।
৩৫১ টি আন্তর্জাতিক ম্যাচে এখন সাউদির আন্তর্জাতিক উইকেটের সংখ্যা ৬৯৭ টি। ৯০ টি টেস্ট ম্যাচে তিনি তুলে নিয়েছেন ৩৫৩ টি উইকেট। ২১০ টি উইকেট নিয়েছেন ১৫৪ টি ওডিআই ম্যাচ খেলে এবং টি-টোয়েন্টিতে ১৩৪ টি উইকেট নিয়েছেন ১০৭ টি ম্যাচে।
সবমিলিয়ে সাউদি পেছনে ফেলেছেন ড্যানিয়েল ভেট্টোরিকে। কিউইদের হয়ে ভেট্টোরি সর্বোচ্চ ৬৯৬ টি উইকেট নিয়েছেন। নিউজিল্যান্ডের হয়ে তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারী হলেন স্যার রিচার্ড হ্যাডলি(৫৮৯ উইকেট)। এরপর রয়েছেন ট্রেন্ট বোল্ট(৫৭৮ উইকেট) এবং ক্রিস কেয়ার্ন্স(৪১৯ উইকেট)।
সার্বিকভাবে, আন্তর্জাতিক ক্রিকেট সাউদি হলেন ১৫ তম সর্বোচ্চ উইকেট প্রাপক। এই তালিকায় শীর্ষে রয়েছেন শ্রীলঙ্কান লিজেন্ড মুথাইয়া মুরলিধরন(১৩৪৭ উইকেট)। শীর্ষ পাঁচের মধ্যে বাকিরা হলেন, অজি কিংবদন্তী শেন ওয়ার্ন(১০০১ উইকেট), ব্রিটিশ পেসার জিমি অ্যান্ডারসন(৯৬২ উইকেট), ইন্ডিয়ান গ্রেট অনিল কুম্বলে(৯৫৬ উইকেট), অজি পেসার গ্লেন ম্যাকগ্রাথ(৯৪৯ উইকেট)।
GOOGLE NEWS-এ আমাদের ফলো করুন