
ইন্ডিয়ান সুপার লিগে মোহনবাগানের কাছে ডার্বি হারের ডবল হ্যাট্রিক করেছে ইস্টবেঙ্গল । রীতিমতো ক্লাবকর্তা ও কোচের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন সমর্থকরা। এর মধ্যেই ডার্বি নিয়ে মুখ খুললেন লাল-হলুদের প্রাক্তন তারকা উগা ওপারা।
ময়দানে এক সময় লাল-হলুদের রক্ষণ ভাগের স্তম্ভ ছিলেন নাইজেরিয়ান উগা ওপারা। বহু ডার্বির সাক্ষী তিনি। ফলে কলকাতা ডার্বি নিয়ে যে আবেগ থাকে দুই দলের সমর্থকদের মধ্যে তা তিনি ভালো করেই জানেন। উগা এবার তাঁর পুরনো দলের প্লেয়ারদের বিরুদ্ধে রীতিমতো ক্ষুব্ধ। তিনি বলেন, এখন যাঁরা খেলছেন সে দেশি হোক বা বিদেশি কেউই ইস্টবেঙ্গলের জার্সি গায়ে দেওয়ার যোগ্য নন। আমি ম্যাচটা দেখেছি নিজের ফোনেই। অনেক কিছু বদলে গেছে।
তিনি আরও বলেন, একটা সময় ইস্টবেঙ্গল এগিয়ে থেকে ডার্বিতে নামতো। পাল্লা ভারী থাকতো আমাদের। কিন্তু এখন দেখা যাচ্ছে মোহনবাগান এগিয়ে থেকে ডার্বি খেলতে নামছে। পরিসংখ্যানটাই বলে দিচ্ছে অনেক কিছু। আইএসএলের শেষ ৬টা ডার্বিতে একটিও জিততে পারেনি লাল-হলুদ। এটা শুধু প্লেয়ারদের সমস্যা নয়। ক্লাব ও কোচেরও ত্রুটি থাকতে পারে।
পাশাপাশি লাল-হলুদের প্রাক্তন ডিফেন্ডার বলেন, এটিকে মোহনবাগান এখন সবদিক থেকেই এগিয়ে রয়েছে বলে আমি মনে করি। আমি যতদূর জানি ইস্টবেঙ্গলে এখনও আর্থিক সমস্যা চলছে। যতদ্রুত সম্ভব সমস্যার সমাধান করতে না পারলে আগামী দিনেও হারের সম্মুখীন হতে হবে। আশা করি পুরনো ইস্টবেঙ্গলকে ময়দানে দেখা যাবে।
শুধু যে প্রাক্তন তারকা হতাশ তাই নয়। বহু সমর্থকও ক্ষুব্ধ হয়েছে ক্লাব কর্তৃপক্ষের ওপর। তারা ডার্বি বয়কটের ডাকও দিয়েছিল। মোহনবাগান গ্যালারি ভর্তি থাকলেও ইস্টবেঙ্গল গ্যালারি ফাঁকাই থাকতে দেখা যায়। সমর্থকরাও চাইছে তাদের পুরনো লাল-হলুদকে ফিরে পেতে।
GOOGLE NEWS-এ আমাদের ফলো করুন