Indian Football Team: ভারতীয় ফুটবল দলে নেই আর কোনো বাঙালি! বাদ পড়লেন শুভাশিস বসুও

People's Reporter: বিশ্বকাপের বাছাই পর্বের দৌড় থেকে ছিটকে গেলেও আগামী এশিয়ান কাপে ভারতের খেলার সম্ভাবনা এখনও যথেষ্ট রয়েছে ভারতের।
ভারতীয় ফুটবল দলের কোচ মানোলো মার্কেজ
ভারতীয় ফুটবল দলের কোচ মানোলো মার্কেজছবি - সংগৃহীত
Published on

একটা সময় ছিল যখন ভারতীয় ফুটবল দলে ১১ জনের মধ্যে ৭-৮ জন বাঙালি ফুটবলার ছিলেন। এখন সেই সময় আর নেই। কমতে কমতে ভারতীয় দলে বাঙালি ফুটবলারের সংখ্যা শূন্যে এসে গেছে।

মালয়েশিয়ার বিরুদ্ধে ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচের জন্য ২৬ জন সম্ভাব্য ফুটবলারের তালিকা প্রকাশ করেছেন দলের প্রধান কোচ মানোলো মার্কেজ। সেখানে নেই কোনও বাঙালি ফুটবলার। শুভাশিস বসুকেও দলে রাখা হয়নি। ১৮ নভেম্বর হায়দরাবাদের জিএমসি বালাযোগী স্টেডিয়ামে হবে এই ম্যাচ। ১১ নভেম্বর থেকে হায়দরাবাদে প্রস্তুতি শিবির শুরু হবে।

বিশ্বকাপের বাছাই পর্বের দৌড় থেকে ছিটকে গেলেও আগামী এশিয়ান কাপে ভারতের খেলার সম্ভাবনা এখনও যথেষ্ট রয়েছে। সেই পরীক্ষায় পাস হতে হবে আগামী বছর মার্চ মাসে, এএফসি এশিয়ান কাপের বাছাই পর্বের তৃতীয় রাউন্ডে। তার প্রস্তুতির জন্য যে তিনটি আন্তর্জাতিক উইন্ডো রয়েছে, তার তৃতীয়টিতে হবে এই ম্যাচ।

২৬ জনের তালিকায় রয়েছেন

গোলরক্ষক: অমরিন্দর সিং, গুরপ্রীত সিং সান্ধু এবং বিশাল কাইথ।

ডিফেন্ডার: আকাশ সাঙ্গওয়ান, আনোয়ার আলি, আশিস রাই, চিংলেনসানা সিং, হমিংথানমাউইয়া রালতে, মেহতাব সিং, রাহুল ভেকে, রোশন সিং নাওরেম এবং সন্দেশ ঝিঙ্গান।

মিডফিল্ডার: অনিরুদ্ধ থাপা, ব্র্যান্ডন ফার্নান্ডেজ, জিকসন সিং, জিথিন এমএস, লালেংমাউইয়া রালতে (আপুইয়া), লিস্টন কোলাসো, সুরেশ সিং ওয়াংজাম এবং ভিবিন মোহনন।

ফরোয়ার্ড: এডমন্ড লালরিনডিকা, ইরফান ইয়াডওয়াড, ফারুখ চৌধুরি, লালিয়ানজুয়ালা ছাঙতে, মনবীর সিং এবং বিক্রম প্রতাপ সিং।

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in