ICC World Cup 23: প্রকাশিত হল বিশ্বকাপের সূচী, ভারত-পাক দ্বৈরথ কবে?

১৫ অক্টোবর আমেদাবাদেই মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। ভারতীয় দল তাদের অভিযান শুরু করবে ৮ অক্টোবর। চেন্নাইয়ে অনুষ্ঠিত এই ম্যাচে ভারতের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া।
ICC World Cup 23: প্রকাশিত হল বিশ্বকাপের সূচী, ভারত-পাক দ্বৈরথ কবে?
ফাইল চিত্র
Published on

ঘোষিত হয়ে গেল আইসিসি ওডিআই বিশ্বকাপের ক্রীড়াসূচী। ৫ অক্টোবর আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ডের ম্যাচ দিয়ে পর্দা উঠছে এবারের বিশ্বকাপের। আর ১৫ অক্টোবর আমেদাবাদেই মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। ভারতীয় দল তাদের অভিযান শুরু করবে ৮ অক্টোবর। চেন্নাইয়ে অনুষ্ঠিত এই ম্যাচে ভারতের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। আমেদাবাদে আইসিসি ওডিআই বিশ্বকাপ - ২০২৩ এর ফাইনাল অনুষ্ঠিত হবে ১৯ নভেম্বর।

এবারের বিশ্বকাপে অংশগ্রহণ করবে মোট দশটি দল। আটটি দল সুপার লীগের মাধ্যমে ইতিমধ্যেই যোগ্যতা অর্জন করেছে। বাকি দুই দল বাছাইপর্বের মাধ্যমে বিশ্বকাপ খেলার সুযোগ অর্জন করবে। জিম্বাবোয়েতে চলছে এই বাছাইপর্ব।

মূলপর্বে প্রতিটি দল অন্য ৯টি দলের সাথে রাউন্ড রবিন ফর্ম্যাটে ম্যাচ খেলবে। শীর্ষে থাকা চারটি দল সুযোগ পাবে সেমিফাইনালে।

ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে বরাবরই ক্রিকেট প্রেমীদের উত্তেজনা শিখরে থাকে। বিশ্বকাপের এই ম্যাচটি বিতর্কিতভাবে টুর্নামেন্টের সবচেয়ে হাইভোল্টেজ ম্যাচ। পাকিস্তান এই বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলবে ৬ অক্টোবর। কোয়ালিফায়ার ওয়ানের বিপক্ষে হায়দরাবাদে মুখোমুখি হবেন বাবর আজমরা। ভারতের প্রথম ম্যাচ রয়েছে ৮ অক্টোবর। প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। এরপর ১১ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে দিল্লিতে খেলবে রোহিত ব্রিগেড।

বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত হবে ১৫ নভেম্বর। মুম্বইয়ে অনুষ্ঠিত হবে এই ম্যাচ। দ্বিতীয় সেমিফাইনালে অনুষ্ঠিত হবে ১৬ নভেম্বর। এই ম্যাচটি খেলা হবে ইডেন গার্ডেন্সে। ১৯ নভেম্বর আমেদাবাদে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের মেগা ফাইনাল।

ICC World Cup 23: প্রকাশিত হল বিশ্বকাপের সূচী, ভারত-পাক দ্বৈরথ কবে?
Kane Williamson: গুরুতর চোট, তবুও বিশ্বকাপ খেলার জন্য হাল ছাড়ছেন না কিউই তারকা

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in