
২০১৩ সালে চ্যাম্পিয়নস ট্রফি ঘরে তুলেছিল ভারত। সেটিই টিম ইন্ডিয়ার শেষ আইসিসি ট্রফি জয়। এরপর বড় মঞ্চে বারবার ব্যর্থ হয়েছে টিম ইন্ডিয়া। দশ বছর পর ফের আইসিসি ট্রফি জয়ের সম্ভাবনা রয়েছে টিম ইন্ডিয়ার। চলতি বছরেই পঞ্চাশ ওভারের বিশ্বকাপের আসর বসছে ভারতে। দীর্ঘদিনের শিরোপা খরা কাটিয়ে ভারত জিততে পারে নিজেদের তৃতীয় ওডিআই বিশ্বকাপ। কিন্তু ভারতের কিংবদন্তি ব্যাটসম্যান সুনীল গাভাসকার মনে করেন, ইনজুরির কারণে ভারতের বিশ্বকাপ জয়ের স্বপ্ন ভঙ্গ হতে পারে।
সুনীল গাভাসকর সম্প্রতি মিড-ডে-র জন্য নিজের কলামে লিখেছেন, "বিশ্বকাপের বছরে যে কোন ম্যাচ মিস হওয়ার অর্থ হল প্রস্তুতি ব্যাহত হওয়া, কারণ এতে দলের ভারসাম্য ক্ষতিগ্রস্ত হবে। এটি আর একটি বিশ্বকাপ জয়ের ব্যর্থতার কারণ হতে পারে, যা সম্ভবত কয়েক জনের আন্তর্জাতিক ক্যারিয়ারকে শেষ করে দিতে পারে।"
চোটের কারণে ভারতের একাধিক খেলোয়াড় বাইরে। গতবছরের শেষে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় আহত হন ঋষভ পান্ত। জসপ্রীত বুমরাহ অস্ত্রোপচারের পর মাঠের বাইরে। পিঠের চোটে কাবু শ্রেয়স আইয়ারও। বিশ্বকাপের বছরে দীর্ঘদিন এই তারকাদের বাইরে থাকার কারণে যে বড় সমস্যার মধ্যে পড়তে হতে পারে টিম ইন্ডিয়াকে তা আর বলার অপেক্ষা রাখে না।
তারপর আবার ক্রিকেটাররা বিভিন্ন ম্যাচে ছুটি নিচ্ছেন। যে কারণে আগেই ক্ষোভ প্রকাশ করেছেন গাভাসকার। বিশ্বকাপের বছরে একটি ম্যাচ টিমের বাইরে থাকা মানে দলের ভারসাম্য নষ্ট করা বলে জানিয়েছেন তিনি। গাভাসকার মনে করেন, যে গুরুত্বপূর্ণ সিরিজের জন্য খেলোয়াড়দের বিশ্রাম দেওয়া এবং দল পরিবর্তন করা তাদের বিশ্বকাপের সম্ভাবনাকেও বাধা দিতে পারে।
২০১১ সালে বিশ্বকাপ জয়ের পর ২০১৩ সালে চ্যাম্পিয়নস জিতেছিল টিম ইন্ডিয়া। এরপর ২০১৫ ও ২০১৯ বিশ্বকাপে সেমিফাইনাল এবং ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে হারতে হয়েছে টিম ইন্ডিয়াকে। এছাড়াও, ২০১৪ সালে টি টোয়েন্টি বিশ্বকাপ, ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি এবং ২০২১ সালে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশীপের ফাইনালেও হার মেনে নিতে হয়েছে ভারতীয় দলকে।
GOOGLE NEWS-এ আমাদের ফলো করুন