প্রতীকী ছবি
প্রতীকী ছবিছবি - সংগৃহীত

Kolkata Derby: শনিবার ডার্বিতে ফের 'তিলোত্তমা'র বিচার চেয়ে সরব হবেন দুই প্রধানের সমর্থকরা!

People's Reporter: আগামী ১৯ অক্টোবর যুবভারতীতে আইএসএলের ডার্বি। ম্যাচ আয়োজনে কড়া হবে প্রশাসন।
Published on

গত ১৮ অগাস্ট ডুরান্ড কাপ ডার্বিতে দুই প্রধান সমর্থকরা আরজি কর কাণ্ডের প্রতিবাদ জানাতে চেয়েছিলেন। মাঠে প্রতিবাদের আশঙ্কা করে এবং নিরাপত্তার কারণ দেখিয়ে প্রশাসন ডার্বি ম্যাচ আয়োজন করেনি। কিন্তু শনিবারের ডার্বিতে ফের তিলোত্তমার জন্য বিচার চেয়ে সরব হতে পারেন মোহনবাগান ও ইস্টবেঙ্গল ক্লাবের সমর্থকরা।

আগামী ১৯ অক্টোবর যুবভারতীতে আইএসএলের ডার্বি। ম্যাচ আয়োজনে কড়া ব্যবস্থা নিয়েছে প্রশাসন। শোনা যাচ্ছে ব্যানার, টিফো নিয়ে মাঠে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করতে পারে বিধাননগর পুলিশ। সূত্রের খবর, টিফোতে বাধা দিলে কালো কাপড় দেখিয়ে প্রতিবাদ করবেন সমর্থকরা। এমনকি দুই দলের সমর্থকরা এক হয়ে মিছিল করে মাঠে যেতে পারে বলেও খবর।

বিভিন্ন ফ্যানস গ্রুপের তরফে এমনই খবর। ফলে ১৮ অগাস্টের পরে ফের ৩ প্রধানকে একসাথে পথে নামতে দেখা গেলে আশ্চর্য হওয়ার কিছুই থাকবে না। তবে ডার্বি ম্যাচ নিয়ে বাড়তি সতর্ক রয়েছে প্রশাসন।

প্রসঙ্গত গত ১৮ অগাস্ট ডুরান্ড ডার্বি বাতিল হওয়ার কারণে ক্ষোভে ফেটে পড়েছিলেন দুই ক্লাবের সমর্থকরা। শুধু মোহনবাগান আর ইস্টবেঙ্গল সমর্থকরা নন, মহামেডান সমর্থকরাও ওই দিন এক হয়ে প্রতিবাদ জানান। বেশ কয়েকজনকে আটক করে পুলিশ। পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জও করারও অভিযোগ ওঠে। তারপরেও সমর্থকদের প্রতিবাদ থামাতে পারেনি প্রশাসন। তবে সমর্থকদের পাশে দাঁড়াতে দেখা যায়নি দুই প্রধানের কর্তাদের।

প্রতীকী ছবি
Kolkata Derby Protest: ‘তিন প্রধানের একই স্বর, জাস্টিস ফর আর জি কর’ - বিক্ষোভে উত্তাল যুবভারতী

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

logo
People's Reporter
www.peoplesreporter.in