মেহতাব হোসেন
মেহতাব হোসেনছবি - মেহতাব হোসেনের ফেসবুক

RG kar Hospital Case: 'আন্দোলন যেন বন্ধ না হয়' - আরজি কর কাণ্ডে বার্তা মেহেতাব হোসেনের

People's Reporter: মেহতাব বলেন, অনেকেই দেখলাম যুবভারতীর সামনে নির্মম লাঠি চার্জকে কেন্দ্র করে আমার প্রতিক্রিয়া খুঁজছিলেন। দুঃখিত, আমি ট্রাভেল করছিলাম।
Published on

আরজি কর কাণ্ড নিয়ে ৩ প্রধানের সমর্থকদের আন্দোলনকে সমর্থন করলেন প্রাক্তন ফুটবলার মেহেতাব হোসেন। বিচার না পাওয়া পর্যন্ত সকলকে আন্দোলন চালিয়ে যাওয়ার বার্তা দিলেন তিনি।

সোশ্যাল মিডিয়ায় এক ভিডিও বার্তায় মেহেতাব হোসেন বলেন, 'সল্টলেক স্টেডিয়ামের বাইরে যে ঘটনা ঘটেছে, ইস্টবেঙ্গল, মোহনবাগান ও মহামেডানের সমর্থকরা যেভাবে সাপোর্ট করেছে এই আন্দোলনকে, আমি তাঁদের সাধুবাদ জানাই। এই ঐক্যবদ্ধতা দরকার পশ্চিমবঙ্গে। সেটা ফিরে এসেছে, আছে এবং থাকবে। এটাকে আমি সমর্থনও করি। আর যা হয়েছে, তা আমি একেবারেই সমর্থন করি না। আমি কলকাতায় নেই তাই যেতে পারিনি। আমি দুঃখিত। তবে আমি এই বোনের পাশে আছি। সব সময় থাকব। এই আন্দোলন যেন বন্ধ না হয়'।

মেহতাব আরও বলেন, 'অনেকেই দেখলাম যুবভারতীর সামনে নির্মম লাঠি চার্জকে কেন্দ্র করে আমার প্রতিক্রিয়া খুঁজছিলেন। দুঃখিত, আমি ট্রাভেল করছিলাম এবং অফিস লীগ খেলার জন্য কলকাতার বাইরে ছিলাম বলে আর তোমাদের ভিড়ে নিজেকে মেলাবার সৌভাগ্য হয়নি'।

পাশাপাশি তিনি বলেন, 'আমার তিন চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাবের সমর্থকরা পুলিশের হাত থেকে ন্যায়ের দাবিতে বুক দিয়ে আগলাচ্ছেন এক অপরকে। এর চেয়ে সুখের মুহূর্ত হয়তো আসেনি এই বাংলায়।’

মেহতাব হোসেন
ডার্বি মিছিলে পুলিশি লাঠিচার্জের বিরুদ্ধে হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ, আদালতে ‘নিখোঁজ’ সমর্থকের পরিবারও

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

logo
People's Reporter
www.peoplesreporter.in