বিশ্বকাপের জন্য কেন্দ্রকে প্রায় হাজার কোটি দেবে বিসিসিআই! কিন্তু কেন?

ক্রিকেট বিশ্বকাপের আয়োজক দেশকে সেই দেশের সরকারের কাছ থেকে কর ছাড়ের অনুমতি নিতে হয়। আর যদি তা না হয়, তবে আয়োজক বোর্ডকেই সেই টাকা দিতে হয়।
বিশ্বকাপের জন্য
বিশ্বকাপের জন্য ছবি - আইসিসি ক্রিকেটের ওয়েবসাইট
Published on

বিশ্বকাপ আয়োজন করতে গিয়ে কোষাগার থেকে বড় অঙ্কের টাকা খসছে বিসিসিআই-এর। আইসিসির হয়ে কেন্দ্রকে ৯৬৩ কোটি টাকা কর দিতে হবে ভারতীয় ক্রিকেট বোর্ডকেই।

ক্রিকেট বিশ্বকাপের আয়োজক দেশকে সেই দেশের সরকারের কাছ থেকে কর ছাড়ের অনুমতি নিতে হয়। আর যদি তা না হয়, তবে আয়োজক বোর্ডকেই সেই টাকা দিতে হয়। এমনটাই বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার নিয়ম।

চলতি বছর ওডিআই বিশ্বকাপের আসর বসছে ভারতে। এই টুর্নামেন্ট আয়োজন করার জন্য কেন্দ্রের কাছ থেকে কর ছাড়ের অনুমতি পাবে না বিসিসিআই। এরকম কোনো নিয়মই নেই ভারতে। তাই নিজেদের কোষাগার থেকেই বিপুল অঙ্কের টাকা দিতে হবে ভারতীয় ক্রিকেট বোর্ডকে।

আগামী ৫ অক্টোবর থেকে শুরু হতে পারে পঞ্চাশ ওভারের বিশ্বকাপ। দশ দলীয় এই টুর্নামেন্টে মোট ৪৮ টি ম্যাচ হবে। প্রতিযোগিতা চলতে পারে ১৯ নভেম্বর পর্যন্ত। ৪৬ দিন ধরে চলবে এই টুর্নামেন্ট। আইসিসির তরফ থেকে অফিসিয়ালি এখনও কিছু জানানো হয়নি। মঙ্গলবার সম্ভাব্য দিনক্ষণ ঘোষণা করেছে তারা।

২০১১ সালের পর আবার একদিনের বিশ্বকাপের আসর বসছে ভারতে। তবে এবার ভারত এই টুর্নামেন্ট আয়োজন করছে এককভাবে। ২০১১-তে মহেন্দ্র সিং ধোনির হাত ধরে ওডিআই বিশ্বকাপ জিতেছিল ভারত। কপিলদেবের নেতৃত্বে ১৯৮৩ বিশ্বকাপ জয়ের পর ২৮ বছরের আক্ষেপ মেটে ২০১১ সালে।

এরপর দুই বিশ্বকাপে ভারত সেভাবে প্রদর্শন করতে পারেনি। গতবার খেতাব জেতে ইংল্যান্ড। সে বার সেমিফাইনালে হেরে যায় ভারত। ২০১৫ সালে চ্যাম্পিয়ন হয় অস্ট্রেলিয়া। সেবার নক আউটে অস্ট্রেলিয়ার কাছে হেরেই বিদায় নিতে হয়েছিল টিম ইন্ডিয়াকে। এবার রোহিত-বিরাটের হাত ধরে ঘরের মাঠে ফের খেতাব জিততে পারে ভারতীয় দল।

বিশ্বকাপের জন্য
বিশ্বকাপের পর প্রথম মাঠে নামছে ব্রাজিল, আর্জেন্টিনা! দেখে নিন ক্রীড়া সূচি

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in