The Ashes: ট্রাভিস হেডের অপরাজিত শতরান, দ্বিতীয় দিনের শেষে ইংল্যান্ডকে ১৯৬ রানের লীড অস্ট্রেলিয়ার

গাব্বায় দুরন্ত শতরান হাঁকালেন ট্রাভিস হেড। অ্যাশেজ সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিনের শেষে ট্রাভিস হেড অপরাজিত রয়েছেন ৯৫ বলে ১১২* রান করে। অস্ট্রেলিয়া ৭ উইকেট হারিয়ে সংগ্রহ করেছে ৩৪৩ রান।
ট্রাভিস হেড
ট্রাভিস হেড

ব্রিসবেনের গাব্বায় দুরন্ত শতরান হাঁকালেন ট্রাভিস হেড। অ্যাশেজ সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিনের শেষে ট্রাভিস হেড অপরাজিত রয়েছেন ৯৫ বলে ১১২* রান করে। দ্বিতীয় দিনের শেষে অস্ট্রেলিয়া ৭ উইকেট হারিয়ে সংগ্রহ করেছে ৩৪৩ রান। ইংল্যান্ডকে ইতিমধ্যেই ১৯৬ রানের লীড দিয়ে চালকের আসনে প্যাট কামিন্সরা।

ইংল্যান্ডের প্রথম ইনিংসে করা ১৪৭ রানের জবাবে দ্বিতীয় দিনে ব্যাট হাতে রানের ফুলঝুরি ঝরালেন ডেভিড ওয়ার্নার, মার্নাস লাবুশানে, ট্রাভিস হেডরা। এক ওপেনার মার্কাস হ্যারিস(৩) এবং ভরসাযোগ্য ব্যাটার স্টিভেন স্মিথ(১২) বড় ইনিংস না খেলতে পারলেও ডেভিড ওয়ার্নার এবং মার্নাস লাবুশানে জুটি দলকে দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যায়। ডেভিড ওয়ার্নার অল্পের জন্য শতরান হাতছাড়া করেন। ১১ টি বাউন্ডারি এবং ২ টি ওভার বাউন্ডারির মাধ্যমে ৯৪ রান করেন তিনি। আর লাবুশানে ৬ টি বাউন্ডারি এবং ২ টি ওভার বাউন্ডারির মাধ্যমে ৭৪ রানের ইনিংস খেলেন।

প্রথমে লাবুশানে এবং তার পরপরই ওয়ার্নার ফিরে গেলে অজিদের রানের ঘোড়া সামলান ট্রাভিস হেড। ১২ টি বাউন্ডারি এবং ২ টি ওভার বাউন্ডারির মাধ্যমে ৯৫ বলে ১১২* রানে অপরাজিত রয়েছেন তিনি। আগামীকাল ট্রাভিসের সাথে ব্যাট করতে নামবেন মিচেল স্টার্ক। স্টার্ক অপরাজিত রয়েছেন ১০* রানে।

গাব্বায় টসে জিতে গতকাল প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। বল হাতে প্যাট কামিন্স একাই পাঁচ উইকেট নিয়ে ইংল্যান্ডের প্রথম ইনিংসকে থামান মাত্র ১৪৭ রানেই।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in