The Ashes: অ্যাডিলেড টেস্ট থেকে ছিটকে গেলেন জস হেজেলউড, বদলি হিসেবে অজি দলে ঝে রিচার্ডসন

গোলাপি বলে দিন রাত্রির টেস্টের আগে বড় ধাক্কা খেলো অজি শিবির। চোটের কারণে দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গিয়েছেন অস্ট্রেলিয়ার তারকা পেসার জস হেজেলউড।
জস হেজেলউড
জস হেজেলউডছবি সংগৃহীত

অ্যাশেজের গাব্বা টেস্টে দুরন্ত জয় অর্জন করেছে প্যাট কামিন্সের অস্ট্রেলিয়া। ১৬ ডিসেম্বর থেকে অ্যাডিলেডে শুরু হবে সিরিজের দ্বিতীয় ম্যাচ। তবে গোলাপি বলে দিন রাত্রির টেস্টের আগে বড় ধাক্কা খেলো অজি শিবির। চোটের কারণে দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গিয়েছেন অস্ট্রেলিয়ার তারকা পেসার জস হেজেলউড।

ব্রিসবেনের গাব্বায় চতুর্থ দিনে মাত্র ৮ ওভার বল করেই ড্রেসিংরুমে ফিরে যান হেজেলউড। এরপর থেকেই তাঁর ইনজুরি নিয়ে জল্পনা চলতে থাকে। অবশেষে জানা গিয়েছে পেশির টানের জেরেই হেজেলউড দ্বিতীয় টেস্টে নামতে পারবেনা। এক সূত্র মারফত খবর, হেজেলউড ব্রিসবেন থেকে সোজাসুজি সিডনিতে চলে গিয়েছেন। অর্থাৎ গোলাপি বলের টেস্টে অজি দলের হয়ে অ্যাডিলেডে মাঠে নামছেন না তিনি।

গাব্বায় দুই ইনিংস মিলিয়ে হেজেলউড ৩ টি উইকেট নিয়েছেন। প্রথম ইনিংসে ১৩ ওভার বল করে ৪ টি মেডেন সহ ৪২ রান দিয়ে জোড়া উইকেট নেন ৩০ বর্ষীয় অজি পেসার। দ্বিতীয় ইনিংসে ১৪ ওভারে ৬ টি মেডেন সহ ৩২ রান দিয়ে তুলে নিয়েছেন একটি উইকেট।

অ্যাডিলেডে হেজেলউডের পরিবর্ত হিসেবে ঝে রিচার্ডসনের নাম ঘোষণা করা হয়েছে। ২০১৯ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে অভিষেক সিরিজে দুটি টেস্ট খেলার পর আর দলে সুযোগ হয়নি। এবার রিচার্ডসনের সামনে নিজেকে প্রমাণ করার বড় সুযোগ। যদিও ঘরোয়া মরশুমে দুরন্ত ফর্ম দেখিয়েছেন রিচার্ডসন। তাই হেজেলউডের বদলি হিসেবে তাঁকে অস্ট্রেলিয়া দলে নেওয়া হয়েছে।

জস হেজেলউড
Ashes: প্রথম টেস্টে হারের পর এবার ম্যাচ ফীর ১০০ শতাংশ জরিমানা - কেন কড়া শাস্তির মুখে ইংল্যান্ড দল?

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in