অনুষ্ঠিত হয়ে গেল এএফসি এশিয়ান কাপের গ্রুপ পর্বের ড্র। তুলনামূলক ভাবে বেশ কঠিন গ্রুপে পড়লো ভারত। ভারত রয়েছে গ্রুপ - বি'তে। এই গ্রুপের বাকি তিন দল হলো অস্ট্রেলিয়া, সিরিয়া এবং উজবেকিস্তান।
দোহার কনভেনশন সেন্টারে এএফসির শীর্ষকর্তারা ছাড়াও উপস্থিত ছিলেন ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনো। সেখানেই অনুষ্ঠিত হয় ছয়'গ্রুপের ড্র।
এএফসি এশিয়ান কাপের গ্রুপবিন্যাস -
১) গ্রুপ 'এ': কাতার, চিন, তাজিকিস্তান এবং লেবানন।
২) গ্রুপ 'বি': অস্ট্রেলিয়া, উজবেকিস্তান, সিরিয়া এবং ভারত।
৩) গ্রুপ 'সি': ইরান, সংযুক্ত আরব আমিরশাহি, হংকং এবং প্যালেস্তাইন।
৪) গ্রুপ 'ডি': জাপান, ইন্দোনেশিয়া, ইরাক এবং ভিয়েতনাম।
৫) গ্রুপ 'ই': দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, জর্ডন এবং বাহারিন।
৬) গ্রুপ 'এফ': সৌদি আরব, থাইল্যান্ড, কিরঘিস্তান এবং ওমান।
২০২৪ সালের ১২ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত কাতারে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। চলতি বছরে চীনে এই টুর্নামেন্ট হওয়ার কথা থাকলেও করোনার কারণে আয়োজনের দায়িত্ব ছেড়ে দেয় সে দেশের ফুটবল ফেডারেশন। তাই বিশ্বকাপের আয়োজক কাতারই এবার এশিয়ান কাপের আয়োজন করছে।
এশিয়ান কাপে পঞ্চমবার নামতে চলেছে ভারত। এর আগে ১৯৬৪ সাল, ১৯৮৪ সাল, ২০১১ সাল এবং ২০১৯ সালে খেলেছিল। এই প্রথমবার এশিয়া কাপের পরপর দুটি সংস্করণে খেলবে ভারতীয় দল। ১৯৬৪ সালে রানার্স-আপ হয়েছিল ভারতীয় দল। সেটাই এশিয়া কাপে ভারতের সবচেয়ে সেরা সাফল্য।
এবার ভারতের গ্রুপ পর্ব অতিক্রম করাটাও বেশ চ্যালেঞ্জের। ২০১৫ এশিয়ানে চ্যাম্পিয়ন হওয়া অস্ট্রেলিয়া রয়েছে ভারতের গ্রুপে। তারা আবার কাতার বিশ্বকাপেও বেশ নজর কেড়েছে। বর্তমানে ফিফা র্যাঙ্কিংয়ে অস্ট্রেলিয়ার স্থান ২৯ নম্বরে। বাকি দুই দলও র্যাঙ্কিং-এ এগিয়ে রয়েছে ভারতের থেকে। উজবেকিস্তান রয়েছে ৭৪ নম্বরে এবং সিরিয়া রয়েছে ৯০ নম্বর স্থানে। সেখানে ভারতের স্থান ১০১-এ। এই প্রতিযোগিতায় ভালো কিছু করে দেখাতে হলে সুনীল ছেত্রীদের সর্বস্ব উজাড় করেই খেলতে হবে বলে জানাচ্ছে বিশেষজ্ঞরা।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন