

টোকিও অলিম্পিকের আগেই আন্তর্জাতিক অলিম্পিক কমিটি বুধবার ৩৫ তম অলিম্পিয়াডের আয়োজক হিসেবে বেছে নিয়েছে ব্রিসবেনকে। মেলবোর্ন এবং সিডনির পর তৃতীয় অস্ট্রেলিয়ার শহর হিসেবে অলিম্পিকের আয়োজন করতে চলেছে ব্রিসবেন। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রেসিডেন্ট টমাস বাচ টোকিওতে অভ্যন্তরীণ ভোটের পর ব্রিসবেনকে ২০৩২ অলিম্পিকের আয়োজক শহর হিসেবে ঘোষণা করেন।
ভোটাভুটির আগে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন জানান, আমরা জানি একটি সফল ক্রীড়া কীভাবে সরবরাহ করতে হয়। ব্রিসবেনের নাম ঘোষণার পরেই খুশিতে ফেটে পড়েন অস্ট্রেলিয়াবাসীরা। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির কাছে এখন আগামী তিন অলিম্পিকের ভ্যেনু রয়েছে। টোকিও অলিম্পিকের পর ২০২৪ সালে অলিম্পিক আয়োজিত হবে প্যারিসে এবং ২০২৮ সালে অলিম্পিক আয়োজিত হবে লস অ্যাঞ্জেলেসে।
এর আগে ১৯৫৬ সালে অলিম্পিক আয়োজিত হয়েছিলো মেলবোর্নে। তারপর ২০০০ সালে সিডনিতে বসে অলিম্পিকের আসর। এবার তৃতীয় শহর হিসেবে ব্রিসবেনে বসতে চলেছে ৩৫ তম অলিম্পিকের আসর।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন
