২০৩২ সালে গ্রীষ্মকালীন অলিম্পিকের আসর বসবে অস্ট্রেলিয়ার ব্রিসবেনে, ঘোষণা IOC-র

আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রেসিডেন্ট টমাস বাচ টোকিওতে অভ্যন্তরীণ ভোটের পর ব্রিসবেনকে ২০৩২ অলিম্পিকের আয়োজক শহর হিসেবে ঘোষণা করেন।
২০৩২ সালে গ্রীষ্মকালীন অলিম্পিকের আসর বসবে অস্ট্রেলিয়ার ব্রিসবেনে, ঘোষণা IOC-র
ছবি- IOC টুইটার
Published on

টোকিও অলিম্পিকের আগেই আন্তর্জাতিক অলিম্পিক কমিটি বুধবার ৩৫ তম অলিম্পিয়াডের আয়োজক হিসেবে বেছে নিয়েছে ব্রিসবেনকে। মেলবোর্ন এবং সিডনির পর তৃতীয় অস্ট্রেলিয়ার শহর হিসেবে অলিম্পিকের আয়োজন করতে চলেছে ব্রিসবেন। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রেসিডেন্ট টমাস বাচ টোকিওতে অভ্যন্তরীণ ভোটের পর ব্রিসবেনকে ২০৩২ অলিম্পিকের আয়োজক শহর হিসেবে ঘোষণা করেন।

ভোটাভুটির আগে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন জানান, আমরা জানি একটি সফল ক্রীড়া কীভাবে সরবরাহ করতে হয়। ব্রিসবেনের নাম ঘোষণার পরেই খুশিতে ফেটে পড়েন অস্ট্রেলিয়াবাসীরা। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির কাছে এখন আগামী তিন অলিম্পিকের ভ্যেনু রয়েছে। টোকিও অলিম্পিকের পর ২০২৪ সালে অলিম্পিক আয়োজিত হবে প্যারিসে এবং ২০২৮ সালে অলিম্পিক আয়োজিত হবে লস অ্যাঞ্জেলেসে।

এর আগে ১৯৫৬ সালে অলিম্পিক আয়োজিত হয়েছিলো মেলবোর্নে। তারপর ২০০০ সালে সিডনিতে বসে অলিম্পিকের আসর। এবার তৃতীয় শহর হিসেবে ব্রিসবেনে বসতে চলেছে ৩৫ তম অলিম্পিকের আসর।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in