Thailand Open: সেমিফাইনালে অলিম্পিক্স সোনাজয়ীর কাছে স্ট্রেট সেটে হারলেন সিন্ধু

এই ম্যাচের আগে দশ বারের সাক্ষাতে ষষ্ঠ বাছাই সিন্ধু হেড টু হেডে এগিয়ে ছিলেন ৬-৪ ব্যবধানে। তবে এদিন অলিম্পিক্স সোনা জয়ী সিন্ধুকে কোনোরকম সুযোগই দেননি।
পিভি সিন্ধু
পিভি সিন্ধুফাইল ছবি
Published on

উবের কাপের ব্যর্থতা ভুলে থাইল্যান্ড ওপেন কাটাতে চেয়েছিলেন পিভি সিন্ধু। শুক্রবার বিশ্বসেরা আকানে ইয়ামাগুচিকে হারিয়ে সেমিফাইনালে পৌঁছে গিয়েছিলেন হায়দরাবাদি শাটলার। তবে শনিবার অলিম্পিক্সে সোনা জয়ী চীনের চেন ইউ ফেই-এর কাছে স্ট্রেট সেটে হেরে গেলেন সিন্ধু। ভারতীয় শাটলারকে ২১-১৭, ২১-১৬ সেটে হারালেন চীনা তারকা।

চীনা প্রতিপক্ষ চেন ইউ ফেই-এর বিপক্ষে মুখোমুখি লড়াইয়ে এগিয়ে ছিলেন সিন্ধুই। এই ম্যাচের আগে দশ বারের সাক্ষাতে ষষ্ঠ বাছাই সিন্ধু হেড টু হেডে এগিয়ে ছিলেন ৬-৪ ব্যবধানে। তবে এদিন অলিম্পিক্স সোনা জয়ী সিন্ধুকে কোনোরকম সুযোগই দেননি। প্রথম সেটে সিন্ধু শুরুটা ভালো করলেও অল্প সময়ের মধ্যেই রাশ ধরে ফেলেন চেন। দ্বিতীয় সেটেও ঠিক একই ছবি।

এই ম্যাচের আগে শেষবার দু'জন মুখোমুখি হয়েছিলেন ২০১৯ সালে বিডব্লিউএফ ট্যুর ফাইনালে। ডিসেম্বরে অনুষ্ঠিত ওই টুর্নামেন্টে সিন্ধুকে ২০-২২, ২১-১৬, ২১-১২ ফলে হারিয়েছিলেন চীনা শাটলার। সেই জয়ের ধারাই বজায় রাখলেন তিনি। ফাইনালে চেন ইউ ফেই সোনা জয়ের ম্যাচে কোর্টে নামবেন থাইল্যান্ডের রাচানোক ইনতানন এবং তাইওয়ানের তাই সু-ইং-এর মধ্যে জয়ী খেলোয়াড়ের বিপক্ষে।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in