
থাইল্যান্ড ওপেনের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন ভারতের জোড়া অলিম্পিক্স পদক জয়ী শাটলার পিভি সিন্ধু। দ্বিতীয় রাউন্ডের ম্যাচে কোরিয়ার সিম ইউ জিনকে স্ট্রেট সেটে হারিয়ে শেষ আটে জায়গা করে নিয়েছেন সিন্ধু। এই ম্যাচে ৩৭ মিনিটের লড়াইয়ে কোরিয়ান শাটলারকে ২১-১৬, ২১-১৩ সেটে উড়িয়ে দেন।
কোয়ার্টার ফাইনালে সিন্ধু মুখোমুখি হবেন চিরপ্রতিদ্বন্দ্বী আকানে ইয়ামাগুচির। বিশ্বের সাত নম্বর সিন্ধু এই নিয়ে এক নম্বর জাপানী শাটলারের বিপক্ষে ২৩ তম বার মুখোমুখি হতে চলেছেন। এর আগে শেষবার দু'জন মুখোমুখি হয়েছিলেন এশিয়ান চ্যাম্পিয়নশীপের সেমিফাইনালে। যেখানে প্রথম সেটে পিছিয়ে পড়েও সিন্ধুকে মাত দেন ইয়ামাগুচি। জাপানী শাটলারের পক্ষে ওই ম্যাচের ফলাফল ছিলো, ১৩-২১, ২১-১৯, ২১-১৬। এবার ষষ্ঠ বাছাই সিন্ধুর সুযোগ রয়েছে এই টুর্নামেন্টে সেই হারের বদলা নেওয়ার।
সিন্ধু কোয়ার্টার ফাইনালে পৌঁছালেও দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় নিলেন মালবিকা বানসোদ। মহিলাদের সিঙ্গলসে ডেনমার্কের লাইন ক্রিস্টোফারসনের বিপক্ষে প্রথম সেটে এগিয়ে গিয়েও শেষ দুই সেটে ছন্দ হারান। ম্যাচের ফলাফল ক্রিস্টোফারসনের পক্ষে ১৬-২১, ২১-১৪, ২১-১৪।
বৃহস্পতিবার, থাইল্যান্ড ওপেন থেকে বেরিয়ে এসেছেন কিদাম্বী শ্রীকান্ত। ভারতের থমাস কাপ জয়ী দলের সদস্য শ্রীকান্ত দ্বিতীয় রাউন্ডের ম্যাচে দ্বিতীয় রাউন্ডে আইরিশ প্রতিদ্বন্দ্বী নাত গুয়েনকে ওয়াকওভার হস্তান্তর করেছেন। প্রথম রাউন্ডের ম্যাচে ফ্রান্সের ব্রাইস লেভারদেজকে ১৮-২১, ২১-১০, ২১-১৬ সেটে পরাজিত করেছিলেন বিশ্বের ১১ নম্বর শ্রীকান্ত।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন