

একদিকে যখন কোহলির সময়টা দুঃস্বপ্নের মতো কাটছে, অন্যদিকে দুরন্ত ছন্দে রয়েছেন পাক তারকা বাবর আজম। শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচের চতুর্থ দিনে এক বড় মাইলফলক স্পর্শ করলেন বাবর। দ্বিতীয় ইনিংসে ৫৫ রানের ইনিংস খেলে বাবর স্পর্শ করলেন বিরাটকে।
এদিন টেস্ট ক্রিকেটে ৩০০০ রান অতিক্রম করলেন পাক অধিনায়ক। এই রান করতে বাবরের প্রয়োজন হয়েছে ৭৩ ইনিংস। ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলিরও টেস্ট ক্রিকেটে ৩০০০ রান সংগ্রহ করতে ৭৩ ইনিংস নিয়েছিলেন।
বাবর পাকিস্তানের হয়ে ষষ্ঠ দ্রুততম ক্রিকেটার হিসেবে টেস্ট ক্রিকেটে ৩০০০ রান সংগ্রহ করলেন। পাকিস্তানের হয়ে দ্রুততম ৩০০০ রানের নিরিখে প্রথম স্থানে রয়েছেন জাভেদ মিয়াদাঁদ। ৬৭ ইনিংসে এই কীর্তি গড়েছিলেন তিনি। সমসংখ্যক ইনিংস খেলে এই নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছেন ইউসুফ ইউহানা। সঈদ আনোয়ার ৬৮ ইনিংসে ৩০০০ রান করে এই নিরিখে তৃতীয় স্থানে রয়েছেন।
টেস্ট ক্রিকেটে দ্রুততম ৩০০০ রানের মালিক স্যার ডন ব্র্যাডম্যান। মাত্র ৩৩ ইনিংসেই এই কীর্তি গড়েন তিনি। ৫১ ইনিংসে ৩০০০ রান সংগ্রহ করে দ্বিতীয় স্থানে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ইডি উইকস। ৫২ ইনিংসে ৩০০০ রান পূর্ণ করে তৃতীয় স্থানে এইচ সাটক্লিফ। সাটক্লিফের সমান ইনিংসে ৩০০০ রান পূর্ণ করে এই নিরিখে চতুর্থ স্থানে রয়েছেন ব্রায়ান লারা।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন