
পঞ্চম দিনের শুরুতেই বাংলাদেশকে ১৮৮ রানে হারিয়ে চট্টগ্রাম টেস্ট জিতে নিলো টিম ইন্ডিয়া। বল হাতে দুর্দান্ত প্রদর্শন করলেন কুলদীপ যাদব এবং অক্ষর প্যাটেল। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা করে নেওয়ার জন্য বাংলাদেশ সফরের দুটি টেস্ট ম্যাচ মহাগুরুত্বপূর্ণ ভারতের জন্য। প্রথম টেস্ট ম্যাচ জিতে রাস্তা অনেকটা প্রশস্ত করেছেন লোকেশ রাহুলরা। ওডিআই সিরিজ হারের পর শাকিবদের বিরুদ্ধে টেস্ট ম্যাচে দুর্দান্ত প্রত্যাবর্তন করেছে ভারতীয় দল।
চতুর্থ দিনের শেষে বাংলাদেশ সংগ্রহ করেছিল ৬ উইকেট হারিয়ে ২৭২ রান। দিনের শেষে শাকিব আল হাসান নট-আউট থাকেন ব্যক্তিগত ৪০ রানে। ৯ রানে অপরাজিত থাকেন মেহেদী হাসান মিরাজ। পঞ্চম দিনে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল আরও ২৪১ রান। আর টেস্ট জয়ের জন্য ভারতের দরকার ছিল ৪ উইকেট। দিনের শুরুতেই ৪ উইকেট নিয়ে জয় হাসিল করলো ভারত।
মেহেদী হাসান মিরাজ ১৩ রান করেই ফিরে যান। সিরাজের বলে উমেশ যাদবের হাতে ধরা পড়েন মেহেদী। বাংলাদেশকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন শাকিব। ৮০ বলে ব্যক্তিগত অর্ধশতরান করে মজবুত ইনিংস খেলার ইঙ্গিত দিচ্ছিলেন তিনি। তবে ৬টি চার ও ৬টি ছক্কার সাহায্যে ১০৮ বলে ৮৪ রান করেই সাজঘরে ফেরেন শাকিব। বাংলাদেশের তারকা অলরাউন্ডারকে বোল্ড করেন কুলদীপ।
শাকিবের প্রতিরোধ ভেঙে ফেলার পর আর বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি টিম ইন্ডিয়াকে। কুলদীপের শিকার হয়ে রানের খাতা না খুলেই ফিরে যান এবাদত হোসেন। পরের ওভারেই তাইজুল ইসলাম ফিরে যান অক্ষরের শিকার হয়ে। ১৮৮ রানের বড় ব্যবধানে ম্যাচ জিতে নেয় টিম ইন্ডিয়া। প্রথম ইনিংসে ৫ টি এবং দ্বিতীয় ইনিংসে ৩ টি উইকেট নিয়ে ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন কুলদীপ যাদব।
GOOGLE NEWS-এ আমাদের ফলো করুন