IPL 2023: দল হারলেও চিন্নাস্বামীতে বড় নজির বিরাট কোহলির

বুধবার ৫৪ রান করার ফলে ব্যাঙ্গালোরের চিন্নাস্বামী স্টেডিয়ামে বিরাটের রান সংখ্যা দাঁড়ায় ৩০১৫। কোহলিই এই মুহূর্তে একমাত্র ব্যাটার, যিনি টি-টোয়েন্টিতে একই ভেন্যুতে তিন হাজার বা তার বেশি রান করেছেন।
বিরাট কোহলি
বিরাট কোহলিফাইল ছবি
Published on

কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ম্যাচ হারলেও চিন্নাস্বামী স্টেডিয়ামে বড় নজির গড়লেন বিরাট কোহলি। সব ধরনের টি-টোয়েন্টি মিলিয়ে একটি নির্দিষ্ট মাঠে সবচেয়ে বেশি রান করার রেকর্ড গড়েছেন বিরাট। পেছনে ফেলেছেন বাংলাদেশের উইকেটকিপার ব্যাটার মুশফিকুর রহিমকে।

নাইটদের দেওয়া ২০১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৩৭ বলে ৫৪ রানের ইনিংস খেলেন বিরাট। যার ফলে ব্যাঙ্গালোরের চিন্নাস্বামী স্টেডিয়ামে তাঁর রান সংখ্যা দাঁড়ায় ৯২ ইনিংসে ৩০১৫। কোহলিই এই মুহূর্তে একমাত্র ব্যাটার, যিনি টি-টোয়েন্টিতে একই ভেন্যুতে তিন হাজার বা তার বেশি রান করেছেন।

এতদিন এই রেকর্ড ছিল বাংলাদেশের তারকা ক্রিকেটার মুশফিকুর রহিমের দখলে। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে রহিম ১২১ ইনিংস খেলে ২,৯৮৯ রান করেছেন। এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন আর এক বাংলাদেশী ক্রিকেটার মহম্মদউল্লাহ। শের-ই-বাংলা স্টেডিয়ামে ১৩০ ইনিংস খেলে ২,৮১৩ রান করেছেন মহম্মদউল্লাহ। শীর্ষ পাঁচে রয়েছে আরও এক বাংলাদেশী ক্রিকেটার। তামিম ইকবাল মিরপুরে ২,৭০৬ রান করে রয়েছেন এই তালিকার পাঁচ নম্বরে। চতুর্থ স্থানে রয়েছেন ইংলিশ ব্যাটার অ্যালেক্স হেলস।ট্রেন্ট ব্রিজে ৯০ টি-টোয়েন্টি ইনিংসে ২,৭৪৯ রান করেছেন তিনি।

বিরাটের হাফ-সেঞ্চুরি সত্ত্বেও গতকাল জয় অর্জন করতে পারেনি ব্যাঙ্গালোর। কলকাতার কাছে ২১ রানে ম্যাচ হেরে যায় তারা। চলতি আসরে এখনও পর্যন্ত আটটি ম্যাচ খেলে পাঁচটিতে অর্ধশতরান করেছেন কোহলি। রান করেছেন ৩৩৩।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in