IPL 2023: শুরুতেই ধাক্কা খেলো গুজরাট, টুর্নামেন্ট থেকেই ছিটকে গেলেন কেন উইলিয়ামসন

আমেদাবাদে গতকাল প্রথম ইনিংসের ১৩তম ওভারে ঘটে ঘটনাটি। জশুয়া লিটিলের বলে সপাটে ব্যাট চালান রুতুরাজ। সেই সময়ে হাওয়া লাফিয়ে একটা অসাধারণ ক্যাচ নিতে গিয়েছিলেন উইলিয়ামসন।
মাঠে পড়ে কেন উইলিয়ামসন
মাঠে পড়ে কেন উইলিয়ামসনছবি সংগৃহীত

চেন্নাইয়ের বিরুদ্ধে উদ্বোধনী ম্যাচে জয় পেলেও বিশাল বড় ধাক্কা খেলো গুজরাট টাইটানস। চলতি আইপিএলের প্রথম ম্যাচেই চোট পেয়ে পুরো টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন গুজরাট টাইটানসের কিউই তারকা কেন উইলিয়ামসন। গতকাল বাউন্ডারি লাইনে রুতুরাজ গায়কোয়াড়ের ছক্কা বাঁচাতে গিয়ে চোট পান উইলিয়ামসন।

আমেদাবাদে গতকাল প্রথম ইনিংসের ১৩তম ওভারে ঘটে ঘটনাটি। জশুয়া লিটিলের বলে সপাটে ব্যাট চালান রুতুরাজ। ডিপ স্কোয়ার-লেগের দিক থেকে বলটি বাউন্ডারি ক্রস করার চেষ্টা করছিল সেই সময়ে হাওয়া লাফিয়ে একটা অসাধারণ ক্যাচ নিতে গিয়েছিলেন উইলিয়ামসন। তবে শেষ পর্যন্ত তিনি ছয়টি রান বাঁচাতে চেয়েছিলেন। ছয় রান বাঁচালেও এই প্রয়াসে ডান হাঁটুতে গুরুতর চোট পান কিউই ব্যাটার। হাঁটু ধরে যন্ত্রণায় কাতরাতে থাকেন তিনি। ফিজিও ছুটে যান। এরপরই তাঁকে মাঠ ছাড়তে হয়।

উইলিয়ামসন এই চোটের পর গতকাল আর মাঠে নামতে পারেননি। তাঁর পরিবর্তে ইমপ্যাক্ট খেলোয়াড় হিসেবে নামেন সাই সুদর্শন। উইলিয়ামসনের চোট যে গুরুতর, তা স্পষ্টই ছিল। গুজরাটের কোচ গ্যারি কার্স্টেন বলেছিলেন, চোটটা ভালো লাগছে না। এবার জানা গেলো, পুরো টুর্নামেন্ট থেকেই ছিটকে গেলেন তিনি।

উইলিয়ামসন ছিটকে যাওয়ায় বড় সমস্যার মধ্যে পড়লো হার্দিক পান্ডিয়া এন্ড কোং। উইলিয়ামসনের পরিবর্তে এখন গুজরাট কাকে খেলবে তা নিয়েও প্রশ্ন শুরু হয়েছে। প্রথম পছন্দ হিসেবে অবশ্যই থাকতে পারেন ডেভিড মিলার। গত মরশুমে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের হয়ে ব্যাট হাতে ভালো প্রদর্শন করেছিলেন প্রোটিয়া তারকা। এছাড়াও জায়গা পেতে পারেন অস্ট্রেলিয়ার ম্যাথু ওয়েড। আর গুজরাট যদি কোনো ভারতীয় খেলোয়াড়কে চায় তবে শ্রীকর ভরত প্রথম একাদশে জায়গা পেতে পারেন।

মাঠে পড়ে কেন উইলিয়ামসন
নিউজিল্যান্ডের কাছে হার, সরাসরি বিশ্বকাপের যোগ্যতা অর্জন করতে ব্যর্থ শ্রীলঙ্কা

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in