ISL 2023-24: টার্গেট নতুন ফুটবলার, জানুয়ারির ট্রান্সফারে ঘর শক্তিশালী করতে পারবে মোহনবাগান!

People's Reporter: এফসি গোয়ার তারকা বিদেশি নোয়া সাদাউ-কে টার্গেট করছে মোহনবাগান সুপার জায়ান্ট। মরক্কোর এই ফুটবলারের পাশাপাশি মোহনবাগানের নজরে রয়েছে বসুন্ধরা কিংসের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রোবিনহো।
বুধবার কেরালা বনাম মোহনবাগান ম্যাচের দৃশ্য
বুধবার কেরালা বনাম মোহনবাগান ম্যাচের দৃশ্যছবি - মোহনবাগানের ফেসবুক পেজ
Published on

আইএসএলে পরপর হারে কোণঠাসা মোহনবাগান। সেই কারণে জানুয়ারির ট্রান্সফার উইন্ডতে নতুন ফুটবলার টার্গেট করছে তারা। এফসি গোয়ার তারকা বিদেশি নোয়া সাদাউ-কে টার্গেট করছে মোহনবাগান সুপার জায়ান্ট।

মরক্কোর এই ফুটবলারের পাশাপাশি মোহনবাগানের নজরে রয়েছে বসুন্ধরা কিংসের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রোবিনহো। লোনে এই বিদেশিকে পাওয়ার জন্য বাংলাদেশের ক্লাবটির সঙ্গেও কথাবার্তা শুরু করেছে সবুজ-মেরুন, এমনটাই শোনা যাচ্ছে।

উইন্টার ব্রেকে যাওয়ার আগে হারের হ্যাটট্রিক সম্পূর্ণ করেছে মোহনবাগান। অ্যাওয়ে ম্যাচে হারের পাশাপাশি ব্যাক টু ব্যাক দুইটি হোম ম্যাচে পরাজিত হয়েছে তারা।যদিও দলের এখন যা অবস্থা, তাতে জানুয়ারির দলবদল নিয়ে ভাবতে পারছেন না বলে জানান বাগান কোচ জুয়ান ফেরান্দো।

তিনি বলেন, “এই নিয়ে এখনই কিছু ভাবছি না। এখন আমার কাজ দলের খেলোয়াড়দের মানসিক ভাবে চাঙ্গা হয়ে উঠতে সাহায্য করা। এ ছাড়া, যারা চোটের জন্য জাতীয় দলের হয়ে খেলতে পারবে না, তাদের হতাশা কাটানো। তাদের সেরে উঠতেও সাহায্য করতে হবে আমাদের। এটাই এখন সবচেয়ে জরুরি ব্যাপার”।

কিছুদিন আগে ইস্টবেঙ্গল শীর্ষকর্তা দেবব্রত সরকারও জানান তারা বেশ কিছু ফুটবলার জানুয়ারিতে বদল করবে।

বুধবার কেরালা বনাম মোহনবাগান ম্যাচের দৃশ্য
Kanyashree Cup: অনেক বেশি আনন্দ হচ্ছে, সবাই কারণটা জানে - ইস্টবেঙ্গলকে হারিয়ে বললেন সুজাতা

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in