T20 World Cup 24: ভারত-বাংলাদেশ ম্যাচে বৃষ্টি ভ্রূকুটি! পয়েন্ট ভাগাভাগি হলে চাপে পড়বে ভারত?
ভারত-বাংলাদেশ ম্যাচে বৃষ্টি ভ্রূকুটি। বৃষ্টির কারণে ম্যাচ ভেস্তে গেলে দুই দলের মধ্যে পয়েন্ট ভাগ হয়ে যাবে। যার কারণে অস্ট্রেলিয়া ম্যাচ 'ডু অর ডাই' ম্যাচ হবে ভারতের জন্য।
অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে খেলা রয়েছে ভারতের। তবে সেখানকার আবহাওয়া অনুকূল নয়। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, স্থানীয় সময় সকাল ১০টার পর বৃষ্টির সম্ভাবনা প্রায় ৫০ শতাংশ। আকাশ মেঘলা থাকবে সারাদিন। আর ১০টা থেকেই ম্যাচ শুরু হবে। বৃষ্টির কারণে ম্যাচ বাতিল হলে দুই দলই ১ পয়েন্ট করে পাবে। সেক্ষেত্রে ভারতের পয়েন্ট হবে ৩ এবং বাংলাদেশের পয়েন্ট হবে ১। ফলে সেমিফাইনালের রাস্তা পরিষ্কার রাখতে অস্ট্রেলিয়া ম্যাচ জিততেই হবে টিম ইন্ডিয়াকে।
অস্ট্রেলিয়ার পরের ম্যাচ রয়েছে আফগানিস্তানের সাথে। টুর্নামেন্টে টিকে থাকতে হলে সেই ম্যাচ জিততে হবে আফগানদের। রাশিদ খানরা জিতে গেলে অস্ট্রেলিয়া চাপে পড়ে যাবে। সেক্ষেত্রে ভারত বনাম অস্ট্রেলিয়ার ম্যাচ কার্যত 'সেমিফাইনালে' পরিণত হয়ে যাবে। আর ভারত-বাংলাদেশ ম্যাচ যদি ভেস্তে যায় তাহলে আফগানিস্তান এবং বাংলাদেশের ম্যাচের দিকে তাকিয়ে থাকবে হবে টিম ইন্ডিয়াকে।
এর আগে গ্রুপ পর্যায়ে ভারত বনাম কানাডা ম্যাচটি বৃষ্টির কারণে বাতিল হয়েছিল। সেই ম্যাচে দুই দলকে ১ পয়েন্ট করে দেওয়া হয়েছিল।
উল্লেখ্য, টি-২০ বিশ্বকাপের ইতিহাসে এখনও পর্যন্ত ভারতকে হারাতে পারেনি বাংলাদেশ। বিশ্বকাপের মঞ্চে বাংলাদেশের সাথে চারবার সাক্ষাৎ হয়েছিল ভারতের। সবগুলোতেই জয়লাভ করে ভারত।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন