T20 World Cup 24: আয়ারল্যান্ড ম্যাচ দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করবে ভারত, সতর্ক রোহিত
বুধবার আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে টি-২০ বিশ্বকাপ যাত্রা শুরু করতে চলেছে টিম ইন্ডিয়া। তবে প্রথম ম্যাচে যথেষ্ট সতর্ক রয়েছেন অধিনায়ক রোহিত শর্মা। দলের প্লেয়ারদেরও তিনি পিচ সম্পর্কে সতর্ক করেছেন।
ভারতীয় সময় সন্ধ্যা ৮টায় ম্যাচ শুরু হবে ভারতের। তার আগে রোহিত শর্মা বলেন, "আমরা সবে আইপিএল খেলে এসেছি। ভারতের পিচ আর এখানকার পিচ সম্পূর্ণ আলাদা। আবহাওয়াও আলাদা। ফলে সকল প্লেয়ারদের সতর্ক থাকতে হবে। এই পিচে বিশাল পরিমাণ রান হবে না। সকল ব্যাটারদের বুদ্ধি দিয়ে ব্যাট করতে হবে। ভুল শট খেলা যাবে না।"
তিনি আরও বলেন, অলরাউন্ডার ক্রিকেটাররা বর্তমানে তিন ফরম্যাটেই কার্যকরী ভূমিকা পালন করছে। আমাদের কাছে চারজন অলরাউন্ডার থাকায় ম্যাচে বিকল্প বোলারের সংখ্যা বাড়ছে। সেটা একটা অ্যাডভান্টেজ। হার্দিক পাণ্ডিয়া ও শিবম দুবে রয়েছেন পেসার-অলরাউন্ডার এবং স্পিনার অলরাউন্ডার হিসেবে থাকছেন রবীন্দ্র জাদেজা ও অক্ষর প্যাটেল।
অন্যদিকে ভারতের প্রাক্তন তারকা ক্রিকেটার সুনীল গাভাসকর বলেন, রোহিত শর্মা এবং বিরাট কোহলির উচিত ওপেন করা। চলতি আইপিএল-এ দারুণ ফর্মে ছিলেন কোহলি। কোহলির পর যশস্বী, সূর্যকুমারদের নামানো উচিত। তাতে ভারতের ব্যাটিং লাইন আপ শক্তিশালী হবে।
উল্লেখ্য, ২০০৭ সালে ধোনির নেতৃত্বে ভারত প্রথম টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছিল। তারপর থেকে এই ট্রফি অধরাই রয়েছে। ২০২৪ সালে ভারতীয় দলের দিকে তাকিয়ে গোটা দেশ। ভারতে ব্রডকাস্টিং-র দায়িত্বে থাকবে স্টার স্পোর্টস নেটওয়ার্ক। এছাড়া মোবাইলে ডিজনি+হটস্টারে খেলা দেখা যাবে। একাধিক ভাষার সম্প্রচারিত হবে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন