T-20 World Cup 22: গর্জে উঠলো বিরাট ব্যাট, রুদ্ধশ্বাস ম্যাচে পাক বধ টিম ইন্ডিয়ার

মেলবোর্নে লক্ষ্য মাত্রা তাড়া করতে নেমে পাকিস্তানের টপ অর্ডারের থেকেও বেহাল দশা হয় ভারতের। মাত্র ৩১ রানেই ৪ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে রোহিত বাহিনী।
জয়ের উল্লাস অশ্বিন ও কোহলির
জয়ের উল্লাস অশ্বিন ও কোহলিরছবি -ICC-র ট্যুইটার হ্যান্ডেল

গর্জে উঠলো বিরাট ব্যাট! রুদ্ধশ্বাস ম্যাচে পাক বধ টিম ইন্ডিয়ার। খেলা গড়ালো শেষ বল পর্যন্ত। উত্তেজনায় ঠাসা ম্যাচে এশিয়া কাপে হারের বদলা নিলো দ্য মেন ইন ব্লু। রবিবাসরীয় হাইভোল্টেজ ম্যাচে পাকিস্তানের দেওয়া ১৬০ রানের জবাবে ৪ উইকেটে জয় অর্জন করলো রোহিত বাহিনী।

রুদ্ধশ্বাস ম্যাচ তো বটেই। পাশাপাশি নাটকীয়ও। শেষ ওভারে ভারতের জয়ের জন্য প্রয়োজন ছিল ১৬ রান। প্রথম বলেই আউট হয়ে ফেরেন হার্দিক পান্ডিয়া। বাইশ গজে নামেন কার্তিক। এক রান নিয়ে কার্তিক স্ট্রাইক দেন বিরাটকে। তৃতীয় বলে বিরাট নেন ডবল। এরপর চতুর্থ ডেলিভারিটি নো বল করে বসেন মহম্মদ নওয়াজ। বিরাট ব্যাটে আসে ওভার বাউন্ডারি। পরের বল আবার ওয়াইড। অক্সিজেন পায় টিম ইন্ডিয়া। চতুর্থ বলে আসে তিন রান। পঞ্চম বলে ফের জমে ওঠে ম্যাচ। কার্তিক আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান। তবে শেষ বল করতে গিয়ে ফের ওয়াইড করেন নওয়াজ। জয়ের জন্য শেষ বলে প্রয়োজন ছিল এক রান। রবিচন্দ্রন অশ্বিন কোনো ভুল করেননি।

মেলবোর্নে লক্ষ্য মাত্রা তাড়া করতে নেমে পাকিস্তানের টপ অর্ডারের থেকেও বেহাল দশা হয় ভারতের। মাত্র ৩১ রানেই ৪ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে রোহিত বাহিনী। লোকেশ রাহুলকে (৪) নিজের প্রথম ওভারের পঞ্চম বলে ফেরান নাসিম শাহ। অধিনায়ক রোহিত শর্মাও ৪ রান করে হ্যারিস রউফের শিকার হন। এরপর সূর্যকুমার যাদবকে (১৫) ফেরান রউফ। অক্ষর প্যাটেল (২) ফেরেন রান আউট হয়ে।

শুরুতেই ৪ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়া ভারতকে আশা জোগাতে থাকেন বিরাট কোহলি এবং হার্দিক পান্ডিয়া। হার্দিক ৩৭ বলে ৪০ রান করে ফিরে গেলেও শেষ পর্যন্ত ছিলেন বিরাট। ৬ টি বাউন্ডারি এবং ৪ টি ওভার বাউন্ডারির মাধ্যমে ৫৩ বলে ৮২* রানের এক অনবদ্য ইনিংস খেলে দলের ত্রাতা হয়ে ওঠেন তিনি।

জয়ের উল্লাস অশ্বিন ও কোহলির
T-20 World Cup 22: বিশ্বরেকর্ড! পাকিস্তানের বিরুদ্ধে প্রথম বলেই উইকেট নিয়ে নজির আর্শদীপ সিং-র

GOOGLE NEWS-এ আমাদের ফলো করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in