T20 WC 2021: ফাইনালের মহারণে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড, টি-টোয়েন্টি বিশ্বকাপে এবার নতুন চ্যাম্পিয়ন

২০১০ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠেছিলো অস্ট্রেলিয়া। সেবার ইংল্যান্ডের কাছে হেরে বিশ্বকাপ ঘরে তোলা হয়নি অজিদের। ২০২১ সালে আবারও ফাইনালে ক্যাঙ্গারুর দেশ। এবার প্রতিপক্ষ কিউইরা।
অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড
অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ডছবি সংগৃহীত
Published on

দুবাইয়ে আজ রাতে টি-টোয়েন্টি বিশ্বকাপের মেগা ফাইনালে মুখোমুখি হচ্ছে অস্ট্রেলিয়া ও তার পড়শি দেশ নিউজিল্যান্ড। ২০১০ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠেছিলো অস্ট্রেলিয়া। সেবার ইংল্যান্ডের কাছে হেরে ক্রিকেটের সবচেয়ে ক্ষুদ্র সংস্করণের বিশ্বকাপ ঘরে তোলা হয়নি অজিদের। ২০২১ সালে আবারও ফাইনালে ক্যাঙ্গারুর দেশ। এবার প্রতিপক্ষ কিউইরা। যারা কিনা প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে। তাই এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ উপহার দেবে নতুন চ্যাম্পিয়নকে।

২০১৫ সালে নিউজিল্যান্ডকে হারিয়ে ৫০ ওভারের বিশ্বকাপ জেতে মাইকেল ক্লার্কের অস্ট্রেলিয়া। বিশ্বকাপ ফাইনালের সেই হারের মধুর বদলা নিতে প্রস্তুত টেস্টের বিশ্বচ্যাম্পিয়ন দল নিউজিল্যান্ড। ২০১৯ সালে একদিনের বিশ্বকাপের ফাইনালে ওঠে নিউজিল্যান্ড। তবে সেবারও বিশ্বকাপের স্বাদ পাওয়া হয়নি উইলিয়ামসনদের। ইংল্যান্ড বাজিমাৎ করে। চলতি বছর আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে হারিয়ে ট্রফি জেতে নিউজিল্যান্ড। এবার টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে পৌঁছে টানা তিন আইসিসি ইভেন্টের ফাইনালে খেলতে চলেছে ব্ল্যাক ক্যাপসরা।

একদিনের বিশ্বকাপের মঞ্চে অস্ট্রেলিয়ার জুড়ি মেলা ভার। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপে দলটির শিরোপা অধরা। ডেভিড ওয়ার্নার, গ্লেন ম্যাক্সওয়েল, অ্যারন ফিঞ্চরা জয়ের জন্য আত্মবিশ্বাসী। চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডকে সেমিফাইনালে হারিয়ে ফাইনালে ওঠে কিউইরা। অন্যদিকে ম্যাথু ওয়েড, মার্কাস স্টয়নিসের দাপটে উড়তে থাকা পাকিস্তানকে হারিয়ে ফাইনালে ওঠে অজিরা। টি-টোয়েন্টিতে এখনও পর্যন্ত মোট ১৪ বার মুখোমুখি হয়েছে দুই প্রতিবেশী। যার মধ্যে অস্ট্রেলিয়া ৯ বার জিতেছে এবং নিউজিল্যান্ড জিতেছে ৫ বার। টি-টোয়েন্টি বিশ্বকাপে এখনও পর্যন্ত মাত্র এক বারই একে অপরের প্রতিদ্বন্দ্বিতা করেছে। ২০১৬ সালের বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে হারিয়েছিলো নিউজিল্যান্ড।

দুবাইয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালের মহারণে দুই দলের সাম্ভাব্য একাদশ:-

অস্ট্রেলিয়া:- অ্যারন ফিঞ্চ(অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, স্টিভ স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, ম্যাথু ওয়েড, প্যাট কামিন্স, অ্যাডাম জাম্পা, জস হেজেলউড, মিচেল স্টার্ক।

নিউজিল্যান্ড:- মার্টিন গাপ্তিল, ডেরিল মিচেল, কেন উইলিয়ামসন(অধিনায়ক),গ্লেন ফিলিপস, টিম শেফার্ট , জিমি নিজাম, মিচেল স্যান্টনার, অ্যাডাম মিলনে, টিম সাউদি, ইশ সোধি, ট্রেন্ট বোল্ট।

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in