T20 WC 2021: ইংল্যান্ডকে হারিয়ে প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে নিউজিল্যান্ড

ইংল্যান্ডকে ৫ উইকেটে হারিয়ে প্রথম বার আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালের টিকিট পেলো নিউজিল্যান্ড। ইংল্যান্ডের দেওয়া ১৬৬ রানের লক্ষ্য মাত্রা এক ওভার হাতে রেখেই টপকে গেলেন ব্ল্যাক ক্যাপসরা।
T20 WC 2021: ইংল্যান্ডকে হারিয়ে প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে নিউজিল্যান্ড
ছবি ICC-র ট্যুইটার হ্যান্ডেলের সৌজন্যে

ইংল্যান্ডকে ৫ উইকেটে হারিয়ে প্রথম বার আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালের টিকিট পেলো নিউজিল্যান্ড। আবুধাবিতে এদিন কিউইদের হয়ে ব্যাট হাতে অনবদ্য ইনিংস খেললেন ডেরিল মিচেল(৭২*)। সেইসঙ্গে ব্যাট হাতে ঝড় তুললেন জিমি নিজামও (২৭)। ইংল্যান্ডের দেওয়া ১৬৬ রানের লক্ষ্য মাত্রা এক ওভার হাতে রেখেই টপকে গেলেন ব্ল্যাক ক্যাপসরা।

আবুধাবিতে এদিন টসে জিতে ইংল্যান্ডকে প্রথমে ব্যাট করার জন্য আমন্ত্রণ জানান কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন। জেশন রয় চোটের কারণে ছিটকে যাওয়ায় জস বাটলারের সাথে ব্রিটিশদের হয়ে এই ম্যাচে ওপেন করতে নামেন জনি বেয়ারিস্টো। ব্যাট করতে নেমে ইংল্যান্ড প্রথম ধাক্কা খায় ৩৭ রানের মাথায়। অ্যাডাম মিলনের বলে কেন উইলিয়ামসনের হাতে ধরা পড়েন বেয়ারিস্টো(১৩)। ৫৩ রানের মাথায় ইংল্যান্ড হারায় দ্বিতীয় উইকেট। ২৪ বলে ২৯ রান করে ইশ সোধির শিকার হন বাটলার।

দুই ওপেনার ফিরে যাওয়ার পর ডেভিড মালান এবং মঈন আলির জুটি ইংল্যান্ডকে এগিয়ে নিয়ে যেতে থাকেন। ডেভিড মালান ৪ টি বাউন্ডারি এবং ১ টি ওভার বাউন্ডারির মাধ্যমে ৩০ বলে ৪১ রান করেন। মালানকে ফেরান সাউদি। ব্রিটিশদের হয়ে এই ম্যাচে গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন মঈন আলি। ৩৭ বলে ৫১* রানে অপরাজিত থাকেন তিনি। মালান-মঈন জুটির সৌজন্যে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৬৬ রান সংগ্রহ করে ইংল্যান্ড।

জবাবে ব্যাট করতে নেমে দ্রুত ২ উইকেট হারিয়ে বিপাকে পড়ে নিউজিল্যান্ড। মার্টিন গাপ্তিল(৪)এবং কেন উইলিয়ামসনকে(৫)ফিরিয়ে কিউইদের শিবিরে বড় ধাক্কা দেন ক্রিস ওকস। ১৩ রানের মাথায় দু উইকেট হারানোর পর ধুঁকতে থাকা কিউইদের ধীরে ধীরে এগিয়ে নিয়ে যেতে থাকেন ডেরিল মিচেল এবং ডেভন কনওয়ে। মিচেল ৩৮ বলে ৪৬ রানের এক গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। শেষ পর্যায়ে কিউইদের হয়ে অনবদ্য ইনিংস খেলেন জিমি নিজাম। মাত্র ১১ বলে ২৭ রানের ঝড়ো ইনিংস খেলে দলকে জয়ের খুব কাছে এনে দেন নিজাম। তবে নিজাম ফিরে যাওয়ার পর একা হাতে দায়িত্ব নিয়ে ম্যাচ বের করলেন ডেরিল মিচেল। ৪ টি বাউন্ডারি এবং ৪ টি ওভার বাউন্ডারির মাধ্যমে ৪৭ বলে ৭২* রানের ম্যাচ উইনিং ইনিংস খেলেন তিনি।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in