T20 WC 2021: জাম্পার ঘূর্ণিতে নাস্তানাবুদ হয়ে দুঃস্বপ্নের বিশ্বকাপ অভিযান শেষ হলো বাংলাদেশের

চলতি T20 বিশ্বকাপে সবচেয়ে বড় হতাশার নাম হয়তো বাংলাদেশ। সুপার ১২-এ গ্রুপ ১-এর পাঁচ ম্যাচের পাঁচটিতেই হেরে দুঃস্বপ্নের অভিযান শেষ হয়েছে তাদের। নিয়মরক্ষার ম্যাচে নেমে মাত্র ৭৩ রানেই গুটিয়ে যায় তারা।
অস্ট্রেলিয়া টিম
অস্ট্রেলিয়া টিমছবি ট-২০ ওয়ার্ল্ড কাপ ট্যুইটার হ্যান্ডেলের সৌজন্যে
Published on

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে সবচেয়ে বড় হতাশার নামই হয়তো বাংলাদেশ। সুপার ১২-এ গ্রুপ ১-এর পাঁচ ম্যাচের পাঁচটিতেই হেরে দুঃস্বপ্নের অভিযান শেষ হয়েছে মহম্মদউল্লাহ বাহিনীর। বাংলাদেশ তাদের নিয়মরক্ষার ম্যাচে নেমে মাত্র ৭৩ রানেই গুটিয়ে যায়। অ্যাডাম জাম্পার ঘূর্ণির সামনে উড়ে গিয়েছে টাইগাররা। জাম্পা তাঁর ৪ ওভারে মাত্র ১৯ রান দিয়ে তুলে নিয়েছেন ৫ উইকেট। যা কিনা টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে অজিদের মধ্যে সবচেয়ে সেরা বোলিং ফিগার।

বাংলাদেশের দেওয়া ৭৪ রানের লক্ষ্য মাত্রা তাড়া করতে নেমে মাত্র ৩৮ বলেই ৮ উইকেটে ম্যাচ জিতে নেয় অস্ট্রেলিয়া। অধিনায়ক ফিঞ্চের ২০ বলে ৪০ রানের মারকাটারি ইনিংস এবং মিচেল মার্শের ৫ বলে ১৬* রানের ক্যামিওতে সহজ জয় আসে অজি শিবিরে। ডেভিড ওয়ার্নার করেছেন ১৮ রান।

দুবাইয়ে টসে জিতে এই ম্যাচে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। বাংলাদেশকে প্রথম দফায় ব্যাট করতে পাঠিয়ে শুরু থেকেই বিপর্যস্ত করে তোলে অজি বোলাররা। মাত্র ৩৩ রানেই বাংলাদেশ হারিয়ে ফেলে ৫ উইকেট। লিটন দাস(০) এবং মহম্মদউল্লাহকে(১৬) ফেরান স্টার্ক। নায়েম(১৭), সৌম্য সরকার(৫) শিকার হন জস হেজেলউডের। মুশফিকুর রহিমকে ফেরান গ্লেন ম্যাক্সওয়েল।

বাংলাদেশের শেষ ৫ উইকেটকে একা হাতে গুঁড়িয়ে দিয়েছেন অ্যাডাম জাম্পা। আফিফ হোসেন(০), শামিম হোসেন(১৯), মেহেদী হাসান(০), মুস্তাফিজুর(৪) ও শরিফুল ইসলামকে ফিরিয়ে টি-টোয়েন্টি কেরিয়ারে নিজের বেস্ট বোলিং ফিগার গড়েন জাম্পা।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in