T20 Rankings: শীর্ষে বাবরই, এক ধাক্কায় চার ধাপ নীচে বিরাট, উন্নতি রাহুলের, মার্করামের

ব্যাটারদের টি-টোয়েন্টি র‌্যাংকিংএ সবথেকে বড় নজর কেড়েছেন প্রোটিয়া ব্যাটসম্যান এডেন মার্করাম। ইংল্যান্ডের বিরুদ্ধে ২৫ বলে অপরাজিত ৫২* রানের দুরন্ত ইনিংস মার্করামকে তিন নম্বরে এগিয়ে দিয়েছে।
বাবর আজম এবং বিরাট কোহলি
বাবর আজম এবং বিরাট কোহলিফাইল ছবি সৌজন্যে ফেসবুক

বিশ্বকাপে ব্যাট হাতে সেভাবে নিজেকে মেলে ধরার সুযোগ পাননি বিরাট কোহলি। তার কারণেই সদ্য প্রকাশিত ব্যাটারদের আইসিসি টি-টোয়েন্টি র‌্যাংকিংএ বড় বিপর্যয়ে পড়েছেন তিনি। এক ধাক্কায় চার ধাপ নীচে নেমে ৮ নম্বর স্থান পেয়েছেন বিরাট। তবে র‌্যাংকিংএ উন্নতি করেছেন লোকেশ রাহুল। বিশ্বকাপে টানা তিন অর্ধশতরানের জেরেই তিন ধাপ এগিয়ে ৫ নম্বর স্থান পেয়েছেন রাহুল।

বুধবার প্রকাশিত ব্যাটারদের টি-টোয়েন্টি র‌্যাংকিংএ সবথেকে বড় নজর কেড়েছেন প্রোটিয়া ব্যাটসম্যান এডেন মার্করাম। বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার হয়ে দুরন্ত প্রদর্শন করেছেন মার্করাম। ইংল্যান্ডের বিরুদ্ধে ২৫ বলে অপরাজিত ৫২* রানের দুরন্ত ইনিংস মার্করামকে তিন নম্বরে এগিয়ে দিয়েছে।

মার্করামের সতীর্থ ভ্যান ডার ডুসেনও ব্যাটারদের র‌্যাংকিংএ শীর্ষ ১০-এ উঠে এসেছেন। চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে ৯৪* রানের দুরন্ত ইনিংস খেলেছিলেন ভ্যান ডার ডুসেন। তার সৌজন্যেই র‌্যাংকিংএ ১০ নম্বর স্থান পেয়েছেন তিনি। পূর্বের মতোই শীর্ষস্থান ধরে রেখেছেন পাক অধিনায়ক বাবর আজম এবং দ্বিতীয় স্থানে রয়েছেন ইংলিশ ব্যাটার ডেভিড মালান।

বোলারদের র‌্যাংকিংএ বড় লাফ দিয়েছেন অস্ট্রেলিয়ান জুটি অ্যাডাম জাম্পা এবং জস হেজেলউড। অস্ট্রেলিয়ার হয়ে চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে দুরন্ত ছন্দে রয়েছেন এই দুজন। বাংলাদেশের বিরুদ্ধে ৫ উইকেট নেওয়া জাম্পা উঠে এসেছেন ৫ নম্বর স্থানে। হেজেলউড ১১ ধাপ ওপরে এসে ৮ নম্বর স্থান পেয়েছেন।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in