T-20 World Cup: দক্ষিণ আফ্রিকা দলে চমক - বাদ পড়লেন ডু প্লেসিস, ক্রিস মরিস, ইমরান তাহির

ফাফ ডু প্লেসিস ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগে কয়েকদিন ধ্বংসাত্মক ব্যাটিং করেছেন। অভিজ্ঞতার দিক থেকে সবার চেয়ে এগিয়েই ছিলেন তিনি। তবে নাটকীয় ভাবে দলে জায়গা হয়নি তাঁর।
ফাফ ডু প্লেসিস
ফাফ ডু প্লেসিসফাইল ছবি - ফাফ ডু প্লেসিস-এর ট্যুইটার হ্যান্ডেলের সৌজন্যে
Published on

টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করলো দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদের স্কোয়াডে বড় চমক। ১৫ জনের ঘোষিত স্কোয়াডে জায়গা হয়নি ফাফ ডু প্লেসি, ক্রিস মরিস, ইমরান তাহিরদের। কুইন্টন ডিকক থাকলেও দলের অধিনায়কত্ব দেওয়া হয়েছে টিম্বা বাভুমাকে।

ফাফ ডু প্লেসি ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগে কয়েকদিন ধ্বংসাত্মক ব্যাটিং করেছেন। অভিজ্ঞতার দিক থেকে সবার চেয়ে এগিয়েই ছিলেন তিনি। তবে নাটকীয় ভাবে দলে জায়গা হয়নি তাঁর। এছাড়াও প্রোটিয়াদের তারকা অলরাউন্ডার আন্ডিল ফেলুকাওয়োকে নেওয়া হয়েছে স্ট্যান্ডবাই ক্রিকেটার হিসেবে।

দক্ষিণ আফ্রিকার টি-২০ বিশ্বকাপ স্কোয়াড: টিম্বা বাভুমা (অধিনায়ক), কুইন্টন ডিকক (উইকেট রক্ষক), বর্ন ফরচুইন, রেজা হেনড্রিক্স, হেনরি ক্লাসেন (উইকেট রক্ষক), কেশব মহারাজ, এডেন মার্করাম, ডেভিড মিলার, উইয়ান মাল্ডার, লুঙ্গি এনগিডি, এনরিচ নর্তজে, ডোয়েন প্রিটোরিয়াস, কাগিসো রাবাডা, তাবরিজ শামসি, রাসি ভ্যান ডার দুসেন।

স্ট্যান্ডবাই ক্রিকেটার : জর্জ লিন্ডে, আন্ডিল ফেলুকাওয়ো, লিজাড উইলিয়ামস।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in