T-20 World Cup: ওমানকে ৮ উইকেটে হারিয়ে সুপার-১২-এ স্কটল্যান্ড

সুপার ১২-এর গ্রুপ ২-তে ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড এবং আফগানিস্তানের সাথে পঞ্চম দল হিসেবে যুক্ত হয়েছে তাঁরা। এই বি-গ্রুপ থেকে দ্বিতীয় স্থানে শেষ করা বাংলাদেশ খেলবে সুপার ১২-এর গ্রুপ-১ এ।
স্কটল্যান্ড বনাম ওমান
স্কটল্যান্ড বনাম ওমান ছবি টি-২০ ওয়ার্ল্ড কাপ ট্যুইটার হ্যান্ডেলের সৌজন্যে

স্কটল্যান্ডের তিনে তিন। বাংলাদেশ, পাপুয়া নিউগিনির পর এবার ওমানের বিরুদ্ধে বড় জয় স্কটিশদের। বল হাতে স্বাগতিকদের ১২২ রানেই বেঁধে ফেলার পর, ব্যাট হাতে তিন ওভার হাতে রেখেই ৮ উইকেটে জয় তুলে নিয়েছেন কাইল কোয়েটজার এন্ড কোং। এই জয়ের ফলে গ্রুপ বি-এর তিন ম্যাচের তিনটিতেই জয় নিয়ে টেবিলের শীর্ষে থেকে সুপার ১২-তে জায়গা করে নিয়েছে স্কটল্যান্ড।

সুপার ১২-এর গ্রুপ ২-তে ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড এবং আফগানিস্তানের সাথে পঞ্চম দল হিসেবে যুক্ত হয়েছে তাঁরা। এই বি-গ্রুপ থেকে দ্বিতীয় স্থানে শেষ করা বাংলাদেশ খেলবে সুপার ১২-এর গ্রুপ-১ এ।

ওমানের দেওয়া ১২৩ রানের লক্ষ্য মাত্রা এদিন সহজেই ছুঁয়ে ফেলে স্কটল্যান্ড। দুই ওপেনার জর্জ মুনশি এবং কাইল কোয়েটজার দলকে অনেকটাই এগিয়ে দেন। মুনশি ২০ রান করে ফিরে গেলেও কোয়েটজার ২৮ বলে ৪১ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। ওপেনার জুটি ফিরে যাওয়ার পর আর ফিরে তাকাতে হয়নি স্কটিশদের। ম্যাথু ক্রস এবং রিচে বেরিংটন ম্যাচ শেষ করেই সাজ ঘরে ফেরেন। ম্যাথু ক্রস অপরাজিত রয়েছেন ৩৫ বলে ২৬* রানে এবং বেরিংটন অপরাজিত থাকেন ২১ বলে ৩১* রানে।

আল আমিরাতে টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে ১২২ রানেই অল আউট হয়ে যায় স্বাগতিক ওমান। ওপেনার আকিব ইলিয়াস এবং মিডিল অর্ডারে অধিনায়ক জিশান মাকসুদ ও মহম্মদ নদীম দলকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করলেও বেশি দূর নিয়ে যেতে পারেননি। কারণ অন্যান্য ক্রিকেটারদের কেউই বড় রান তো দূরের কথা, দুই অঙ্কের স্কোরই সংগ্রহ করতে পারেননি। আকিব ইলিয়াস ৩৫ বলে ৩৭ রান করেছেন। অধিনায়ক জিশান মাকসুদ ৩০ বলে ৩৪ রান সংগ্রহ করেন এবং নদীম করেছেন ২৫ রান।

স্কটল্যান্ডের হয়ে ৪ ওভারে ২৫ রান দিয়ে ৩ টি উইকেট তুলে নিয়েছেন জস ডেভি। এছাড়াও দুটি করে উইকেট নিয়েছেন শাফিয়ান শেরিফ এবং লেসক। একটি উইকেট নিয়েছেন মার্ক ওয়াট।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in