T-20 World Cup: ব্যাটে বিধ্বংসী রাহুল, বলে শামি, বুমরাহ, জাদেজা - স্কটল্যান্ডকে ৮ উইকেটে হারালো ভারত

দুবাইয়ে বিধ্বংসী মেজাজে ব্যাট করলেন লোকেশ রাহুল। মাত্র ১৮ বলেই চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্রুততম হাফ সেঞ্চুরি এলো রাহুলের ব্যাট থেকে। সেইসঙ্গে ব্যাট হাতে ঝড় তুললেন রোহিত শর্মা।
স্কটল্যান্ড বনাম ভারত
স্কটল্যান্ড বনাম ভারতছবি টি-২০ ওয়ার্ল্ড কাপ ট্যুইটার হ্যান্ডেলের সৌজন্যে
Published on

দুবাইয়ে বিধ্বংসী মেজাজে ব্যাট করলেন লোকেশ রাহুল। মাত্র ১৮ বলেই চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্রুততম হাফ সেঞ্চুরি এলো রাহুলের ব্যাটে। সেইসঙ্গে ব্যাট হাতে ঝড় তুললেন রোহিত শর্মা। মাত্র ১৬ বলে ৩০ রান করলেন হিটম্যান। রাহুল-রোহিত জুটির মারকাটারি ইনিংসের সৌজন্যে মাত্র ৬.৩ ওভারেই স্কটিশদের দেওয়া ৮৬ রানের লক্ষ্য মাত্রা টপকে যায় ভারত। ৮১ বল হাতে রেখেই ৮ উইকেটে বড় জয়ের ফলে রান রেটে আফগানিস্তানকে পেছনে ফেলে তৃতীয় স্থানে উঠে এসেছেন বিরাট কোহলিরা।

ভারতের কাছে জয়ের কোনো বিকল্প নেই। সব ম্যাচে জিতলেও ভারতের সামনে সেমিফাইনালের দরজা বন্ধ যদি নিউজিল্যান্ড শেষ ম্যাচ না হারে। এদিন অবশ্য স্কটল্যান্ডের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ জয় তুলে নিয়ে রান রেটে আফগানিস্তানকে পেছনে ফেলেছে ভারত।

দুবাইয়ে টসে জিতে স্কটল্যান্ডকে প্রথমে ব্যাট করতে পাঠান বিরাট কোহলি। বল হাতে শামি-বুমরাহ-জাদেজার দাপটে শুরু থেকেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে স্কটিশরা। ওপেনার মুনশে (২৪), ম্যাকলেয়ড (১৬), লেসক (২১) এবং মার্ক ওয়াটই (১৪) দুই অঙ্কের স্কোর সংগ্রহ করতে পেরেছেন। রানের খাতাই খুলতে পারেননি বেরিংটন, শাফিয়ান শেরিফ, এভানসরা। মাত্র এক রান করেই ফিরে গিয়েছেন কোয়েটজার, ক্রিস গ্রেভিস।

ভারতের হয়ে এই ম্যাচে বল হাতে দুরন্ত প্রদর্শন করেছেন মহম্মদ শামি, জসপ্রীত বুমরাহ, রবীন্দ্র জাদেজারা। ৩ ওভারে মাত্র ১৫ রান খরচ করে ৩ টি উইকেট তুলে নিয়েছেন মহম্মদ শামি। এছাড়াও রবীন্দ্র জাদেজা ৪ ওভারে মাত্র ১৫ রান দিয়ে তুলে নিয়েছেন ৩ উইকেট। জোড়া উইকেট নিয়েছেন জসপ্রীত বুমরাহ।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in