T-20 World Cup: পাকিস্তানের নামিবিয়া বধ, সেমিফাইনালের টিকিট নিশ্চিত বাবর বাহিনীর

পাকিস্তানের দেওয়া ১৯০ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ১৪৪ রানই সংগ্রহ করতে পেরেছে প্রথম টি টোয়েন্টি বিশ্বকাপের আসরে নামা নামিবিয়া।
পাকিস্তান বনাম নামিবিয়া
পাকিস্তান বনাম নামিবিয়াছবি টি-২০ ওয়ার্ল্ড কাপ ট্যুইটার হ্যান্ডেলের সৌজন্যে

অশ্বমেধের ঘোড়ার মতো ছুটছে পাকিস্তানের বিজয়রথ। নামিবিয়াকে হারিয়ে টানা চার ম্যাচে অপরাজিত থাকলো পাকিস্তান। আবুধাবিতে দক্ষিণ-পশ্চিম আফ্রিকার দেশটিকে ৪৫ রানে হারিয়ে সেমিফাইনালের টিকিটও নিশ্চিত করে ফেলেছে বাবর বাহিনী। ব্যাট হাতে এদিনও রং ছড়ালেন বাবর-রিজওয়ান জুটি। পাকিস্তানের দেওয়া ১৯০ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ১৪৪ রানই সংগ্রহ করতে পেরেছে প্রথম টি টোয়েন্টি বিশ্বকাপের আসরে নামা নামিবিয়া।

আবুধাবিতে টসে জিতে প্রথম দফায় ব্যাট করতে নেমে নামিবিয়ার সামনে রানের পাহাড় খাড়া করে পাকিস্তান। বাবার আজম এবং মহম্মদ রিজওয়ান জুটি রং ছড়ালেন আবারও। প্রথম উইকেটে এই জুটি যোগ করে ১১৩ রান। অধিনায়ক বাবর আজম ৪৯ বলে ৭০ রানের অনবদ্য ইনিংস খেলে ফিরে যাওয়ার আগে পেছনে ফেলে যান ভারত অধিনায়ক কোহলিকে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অধিনায়ক হিসেবে এখন সবচেয়ে বেশি অর্ধশতরানের (১৪) মালিক বাবর আজম।

পাক অধিনায়ক ফিরে গেলেও শেষ পর্যন্ত ছিলেন মহম্মদ রিজওয়ান। ৮ টি বাউন্ডারি এবং ৪ টি ওভার বাউন্ডারির মাধ্যমে ৫০ বলে ৭৯* রানে অপরাজিত থাকেন তিনি। শেষ বেলায় রিজওয়ানের সাথে পাল্লা দিয়ে দাপট দেখান মহম্মদ হাফিজ। ১৬ বলে ৩২* রানের ঝোড়ো ইনিংস খেলে অপরাজিত থাকেন তিনি। সবমিলিয়ে নির্ধারিত ২০ ওভারে ২ উইকেট হারিয়ে ১৮৯ রান সংগ্রহ করে পাকিস্তান।

দ্বিতীয় দফায় ব্যাট করতে নেমে ওপেনার স্টিফেন বার্ড (২৯), ক্রেগ উইলিয়ামস (৪০) এবং ডেভিড উইজে (৪৩*) লড়াই করলেও তা যথেষ্ট ছিলো না। পাক বোলাররা আঁটোসাঁটো বোলিংএর মাধ্যমে ১৪৪ রানেই বেঁধে ফেলে নামিবিয়াকে।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in