
টি-২০ বিশ্বকাপে ভারতের গ্রুপেই পাকিস্তান। এই দুই দেশ ছাড়াও গ্রুপ ২-তে আছে নিউজিল্যান্ড এবং আফগানিস্তান। আসন্ন টি-২০ বিশ্বকাপের সুপার ১২ এদিনই ঘোষিত হয়েছে। এই গ্রুপে আরও দুই টিম থাকবে। যাঁদের নাম এখনও ঘোষিত হয়নি।
আইসিসি-র সূত্র অনুসারে গত ২০ মার্চ ২০২১-এর র্যাঙ্কিং অনুসারে এই টিম নির্বাচন করা হয়েছে। গ্রুপ ১-এ আছে ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকা।
এবারের টি-২০ বিশ্বকাপের প্রথম রাউন্ডে গ্রুপ এ-তে শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, নামিবিয়া এবং নেদারল্যান্ড এবং গ্রুপ বিতে বাংলাদেশ, স্কটল্যান্ড, পাপুয়া নিউ গিনিয়া এবং ওমান লড়াই করবে। এই দুই গ্রুপ থেকে সুপার ১২-এর বাকি ৪ দল স্থান পাবে।
আইসিসি জানিয়েছে গ্রুপ এ-র চ্যাম্পিয়ন এবং গ্রুপ বি-র রানার্স আপ যাবে গ্রুপ ১-এ এবং গ্রুপ বি-র চ্যাম্পিয়ন এবং গ্রুপ এ-র রানার্স আপ যাবে গ্রুপ ২ তে।
আগামী ১৭ অক্টোবর শুরু হয়ে ১৪ নভেম্বর পর্যন্ত চলবে এবারের টি-২০ বিশ্বকাপ। এবারের প্রতিযোগিতা হবে ইউনাইটেড আরব আমীরশাহী এবং ওমানে।
বিসিসিআই সেক্রেটারি জয় শাহ জানিয়েছেন, গ্রুপ ঘোষণার মধ্যে দিয়েই টি-২০ বিশ্বকাপের কাউন্টডাউন শুরু হল।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন