T-20 World Cup: ভারত পাকিস্তান ম্যাচের আগেই সোশ্যাল মিডিয়ায় বয়কট পাকিস্তান ট্রেন্ডিং

টি-২০ বিশ্বকাপে ভারত পাকিস্তান ম্যাচের আগেই সোশ্যাল মিডিয়ায় বয়কট পাকিস্তান ট্রেন্ডিং শুরু করলেন নেটিজেনরা। তাঁদের দাবি বিরাট কোহলীর নেতৃত্বাধীন ভারতীয় দল আগামী ২৪ অক্টোবর এই খেলা থেকে সরে দাঁড়াক।
আগামী ২৪ তারিখ পাক ভারত ম্যাচ
আগামী ২৪ তারিখ পাক ভারত ম্যাচছবি কিরো স্পোর্টস-এর সৌজন্যে
Published on

টি-২০ বিশ্বকাপে ভারত পাকিস্তান ম্যাচের আগেই সোশ্যাল মিডিয়ায় বয়কট পাকিস্তান ট্রেন্ডিং শুরু করলেন কিছু ব্যবহারকারী। তাঁদের দাবি বিরাট কোহলীর নেতৃত্বাধীন ভারতীয় দল আগামী ২৪ অক্টোবর এই খেলা থেকে সরে দাঁড়াক।

গত কয়েকদিনে কাশ্মীরে সামরিক এবং অসামরিক ব্যক্তিদের হত্যার ঘটনার প্রতিবাদে নেটিজেনদের এই প্রতিবাদ। তাঁরা একাধিক মন্তব্যে বিসিসিআই, বিরাট কোহলীকে ট্যাগ করে পাকিস্তানের বিরুদ্ধে না খেলার দাবীতে সোচ্চার হয়েছেন।

এই তালিকায় আছেন বিহারের উপ মুখ্যমন্ত্রী তারকিশোর প্রসাদও। টাইমস নাওতে প্রকাশিত বক্তব্য অনুসারে তিনি জানিয়েছেন, আমি মনে করি এই ম্যাচ স্থগিত করে দেওয়া উচিৎ। এর থেকে পাকিস্তানকে বার্তা দেওয়া যাবে যে যদি তারা সন্ত্রাসবাদকে সমর্থন করা বন্ধ না করে তাহলে ভারত কোনোভাবেই তাদের সঙ্গে সহযোগিতার পথে হাঁটবে না।

কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং জানিয়েছেন, দুবাইতে আগামী ২৪ অক্টোবর এই ম্যাচ খেলার আগে ভাবা উচিৎ। কারণ দুই দেশের মধ্যে সম্পর্ক ঠিক নেই।

এর আগে ২০১৯ সালেও একই ধরণের ঘটনা ঘটেছিলো। সেবার পুলওয়ামা হামলার কারণে ওয়ান ডে বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের ম্যাচ নিয়ে সরব হয়েছিলেন কিছু ভারতীয় সমর্থক। সেবারও দাবি উঠেছিলো ম্যাচ বাতিলের।

ওই সময় বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী জানিয়েছিলেন, এই আক্রমণের পর পাকিস্তানের সঙ্গে ভারতের শুধু ক্রিকেট নয়, হকি অথবা ফুটবল – কোনো খেলাই খেলা উচিৎ নয়। পাকিস্তানের সঙ্গে সমস্ত যোগাযোগ ছিন্ন করা উচিৎ। আমি এই দাবির সঙ্গে সহমত। যদিও ওই ম্যাচ হয় এবং ভারত ওই ম্যাচে ৮৯ রানে জয়লাভ করে।

এই মুহূর্তে পাকিস্তান ক্রিকেটের অবস্থাও ভালো নয়। দেশে ক্রমশ সন্ত্রাসবাদী কার্যকলাপ বেড়ে চলায় বিশ্বের একাধিক দেশ তাদের পাকিস্তান সফর বাতিল করেছে। অতি সম্প্রতি পাকিস্তানে সিরিজ খেলা থেকে সরে আসে ইংল্যান্ড এবং নিউজিল্যান্ড।

- with inputs from IANS

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in