ভারতের পর এবার নিউজিল্যান্ডকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে জয়ের ধারা অব্যাহত রাখলো পাকিস্তান। মঙ্গলবার কিউইদের হারিয়ে সেমিফাইনালের রাস্তাও প্রশস্ত করলেন বাবর বাহিনী। গুরুত্বপূর্ণ ম্যাচে কিউইদের ৫ উইকেটে হারিয়েছে পাকিস্তান।
বল হাতে পাকিস্তানের হয়ে কাজটা সেরে রেখেছিলেন হ্যারিস রউফ। ব্যাট হাতে টপ অর্ডার বিশেষ কিছু করে দেখাতে না পারলেও অভিজ্ঞ শোয়েব মালিক এবং আসিফ আলির ২৩ বলে ৪৮ রানের অবিচ্ছিন্ন পার্টনারশিপে ৮ বল হাতে রেখেই ৫ উইকেটে জয় তুলে নিয়েছে পাকিস্তান।
বিশ্বকাপের আগে পাকিস্তান সফরে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে গিয়ে ফিরে এসেছিলো নিউজিল্যান্ড। পাক প্রাক্তনীরা বলেছিলেন, টি টোয়েন্টি বিশ্বকাপেই এর প্রতিশোধ নেওয়া হবে। কার্যত তাই হলো। শারজায় এদিন মাত্র ১৩৪ রানেই ব্ল্যাক ক্যাপসদের বেঁধে ফেলেন বাবর বাহিনী।
জবাবে ব্যাট করতে নেমে অধিনায়ক বাবর আজম ৯ রানেই বোল্টের শিকার হন। পাক অধিনায়কের উইকেট পাওয়ার সাথে সাথেই মাত্র তৃতীয় বোলার হিসেবে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে ১০০ উইকেটের মালিক হয়ে যান বোল্ট।
মিডল অর্ডারে ফাকর জামান (১১), মহম্মদ হাফিজ (১১), ইমাদ ওয়াসিমরা (১১) বড় ইনিংস খেলতে পারেননি। ওপেনার মহম্মদ রিজওয়ান গুরুত্বপূর্ণ ৩৩ রান করেন। তবে পঞ্চম উইকেট পতনের পর দায়িত্ব সহকারে পাকিস্তানকে জয়ের স্বাদ এনে দেন অভিজ্ঞ শোয়েব মালিক। শোয়েবের সাথে ঝোড়ো ইনিংস খেলে যোগ্য সঙ্গ দেন আসিফ আলি। ২ টি বাউন্ডারি এবং ১ টি ওভার বাউন্ডারির মাধ্যমে ২০ বলে ২৬* রানে অপরাজিত থাকেন শোয়েব। অন্যদিকে ১ টি বাউন্ডারি এবং ৩ টি ওভার বাউন্ডারির মাধ্যমে মাত্র ১২ বলে অপরাজিত ২৭* রানের জয়সূচক বিধ্বংসী ইনিংস উপহার দেন আসিফ।
গুরুত্বপূর্ণ টস জিতে কিউইদের প্রথমে ব্যাট করতে পাঠান পাক অধিনায়ক বাবর আজম। ব্যাট হাতে নিউজিল্যান্ড শুরুটা ভালো করলেও মার্টিন গাপ্তিল ১৭ রানে ফিরে যাওয়ার সাথে সাথেই বড় ধাক্কা খায় কিউই শিবির।
ড্যারি মিচেল ২৭ রান করেই ফিরে যান। মিডল অর্ডারে জিমি নিজাম (১), গ্লেন ফিলিপস (১৩), টিম শেফার্ট (৮), মিচেল স্যান্টানাররা (৬) দাঁড়াতেই পারেননি। অধিনায়ক কেন উইলিয়ামসনের ২৫ রান এবং ডেভন কনওয়ের ২৭ রানের দৌলতে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৪ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড।
পাকিস্তানের হয়ে এই ম্যাচে ৪ ওভারে মাত্র ২২ রান দিয়ে ৪ টি উইকেট তুলে নিয়েছেন হ্যারিস রউফ। ৪ ওভারে মাত্র ২১ রান খরচ করে একটি উইকেট নিয়েছেন শাহীন আফ্রিদি এবং ৪ ওভারে ২৪ রান দিয়ে একটি উইকেট নিয়েছেন সাহদাব খান। এছাড়াও ২ ওভারে ১৬ রানের বিনিময়ে একটি উইকেট নিয়েছেন মহম্মদ হাফিজ।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন