T-20 World Cup: আসগর আফগানের বিদায়ী ম্যাচে নামিবিয়াকে ৬২ রানে হারিয়ে জয়ে ফিরলো আফগানিস্তান

আফগান বোলার হামিদ হাসান তাঁর ৪ ওভারে মাত্র ৯ রান দিয়ে তুলে নিয়েছেন ৩ টি উইকেট এবং নাভিদও ৩ টি উইকেট নিয়েছেন ২৪ রানের বিনিময়ে। এছাড়াও জোড়া উইকেট নিয়েছেন গুলবদিন নায়েব
আফগানিস্তান বনাম নামিবিয়া
আফগানিস্তান বনাম নামিবিয়া ছবি টি-২০ ওয়ার্ল্ড কাপ ট্যুইটার হ্যান্ডেলের সৌজন্যে

নামিবিয়াকে ৬২ রানে হারিয়ে জয়ে ফিরলো আফগানিস্তান। হামিদ হাসান, নভীন উল হকদের সামনে মেরুদন্ড সোজা করে দাঁড়াতেই পারলো না নামিবিয়া। আফগানদের দেওয়া ১৬১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৯৮ রানই সংগ্রহ করতে পেরেছে তারা। একমাত্র ডেভিড উইজে (২৬) ছাড়া অন্য কোনো ব্যাটার দাঁড়াতেই পারেননি নামিবিয়ার হয়ে।

আফগান বোলার হামিদ হাসান তাঁর ৪ ওভারে মাত্র ৯ রান দিয়ে তুলে নিয়েছেন ৩ টি উইকেট এবং নাভিদও ৩ টি উইকেট নিয়েছেন ২৪ রানের বিনিময়ে। এছাড়াও জোড়া উইকেট নিয়েছেন গুলবদিন নায়েব এবং একটি উইকেট নিয়েছেন রশিদ খান। নামিবিয়ার ব্যাটারদের নিয়ে কার্যত ছেলেখেলা করেছেন মহম্মদ নবির বোলাররা।

শেখ জায়েদ স্টেডিয়ামে টসে জিতে এই ম্যাচে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় আফগানিস্তান। প্রথম দফায় ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ১৬০ রান সংগ্রহ করেন নবি বাহিনী। দুই ওপেনার হজরতউল্লাহ জাজাই এবং মহম্মদ শাহজাদ শুরুটা করেন দুর্দান্ত। প্রথম উইকেটে এই জুটি যোগ করেন ৫৩ রান। হজরতউল্লাহ জাজাই ২৭ বলে ৩৩ রানের একটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলে ফিরে যান। মহম্মদ শাহজাদ করেন ৩৩ বলে ৪৫ রান। সেইসঙ্গে প্রথম আফগান ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে ২০০০ রানের মাইলফলক স্পর্শ করেন শাহজাদ।

আফগানিস্তানের হয়ে আবুধাবিতে আজ বিদায়ী ম্যাচ খেলতে নেমেছিলেন দলের প্রাক্তন অধিনায়ক আসগর আফগান। দুই দেশের ক্রিকেটাররা মিলে গার্ড অফ অনার দিয়ে মাঠে স্বাগত জানায় আসগরকে। দেশের জার্সিতে কেরিয়ারের শেষ ম্যাচে আসগর ২৩ বলে ৩১ রানের স্মরণীয় ইনিংস খেলে গেলেন। তাঁর ইনিংস সাজানো রয়েছে ৩ টি বাউন্ডারি এবং ১ টি ওভার বাউন্ডারির মাধ্যমে।

হজরতউল্লাহ, শাহজাদ, আসগরদের ত্রিশোর্ধ ইনিংসের পর ব্যাট হাতে ঝড় তোলেন মহম্মদ নবি। ৫ টি বাউন্ডারি এবং ১ টি ওভার বাউন্ডারির মাধ্যমে মাত্র ১৭ বলে ৩২* রানে অপরাজিত থেকে দলকে নিয়ে গিয়েছেন বড় জায়গায়।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in