T-20 World Cup: আয়ারল্যান্ডের বিরুদ্ধে ৮ উইকেটে জয়, সুপার ১২-এ নামিবিয়া

মরণ-বাঁচন ম্যাচে শারজায় টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় আইরিশরা। কিন্তু নামিবিয়ার বোলিং দাপটে মাত্র ১২৫ রানই সংগ্রহ করতে পারেন অ্যান্ড্রু বিলবার্নেরা।
মূলপর্বে যাবার পর নামিবিয়া টিম
মূলপর্বে যাবার পর নামিবিয়া টিম ছবি - টি-২০ ওয়ার্ল্ড কাপ ট্যুইটার হ্যান্ডেলের সৌজন্যে

শারজায় স্বপ্ন পূরণের গল্প রচনা করলো নামিবিয়া। আয়ারল্যান্ডের বিরুদ্ধে ৮ উইকেটে অনবদ্য জয় নিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপের সুপার ১২-তে জায়গা করে নিয়েছে দক্ষিণ-পশ্চিম আফ্রিকার দেশটি।

নামিবিয়ার হয়ে ব্যাটে বলে দুরন্ত প্রদর্শন করলেন প্রাক্তন প্রোটিয়া অলরাউন্ডার ডেভিড উইজে। বল হাতে ৪ ওভারে মাত্র ২২ রানের বিনিময়ে জোড়া উইকেট তুলে নেওয়ার সাথে সাথে ব্যাট হাতে ১৪ বলে অপরাজিত ২৮* রানের ঝোড়ো ইনিংস উপহার দিলেন। সেইসঙ্গে অধিনায়কোচিত ইনিংস খেললেন জেরহার্ড এরাসমাস। ৪৯ বলে ৫৩* রানের ম্যাচ উইনিং ইনিংস খেলে দলকে এনে দিলেন বিশ্বকাপের মূলপর্বের টিকিট।

মরণ-বাঁচন ম্যাচে শারজায় টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় আইরিশরা। কিন্তু নামিবিয়ার বোলিং দাপটে মাত্র ১২৫ রানই সংগ্রহ করতে পারেন অ্যান্ড্রু বিলবার্নেরা। অথচ শুরুটা এদিন ঝড়ের গতিতে করেছিলো আয়ারল্যান্ড। প্রথম উইকেটে ৭.২ ওভারে তারা ৬২ রান যোগ করে ফেলে। তবে স্টার্লিং ২৪ বলে ৩৮ রান করে ফিরে যাওয়ার পরেই ভরা ডুবির মধ্যে পড়ে আইরিশরা।

কেভিন ওব্রায়েন (২৫) এবং অধিনায়ক বিলবার্নে (২১) ছাড়া এরপর আর কোনো ব্যাটার দুই অঙ্কের স্কোরই সংগ্রহ করতে পারেননি। ৪ ওভারে মাত্র ২১ রান খরচ করে নামিবিয়ার হয়ে ৩ উইকেট তুলে নিয়েছেন জ্যান ফ্রিলিঙ্ক। এছাড়াও জোড়া উইকেট নিয়েছেন ডেভিড উইজে এবং একটি করে উইকেট নিয়েছেন স্মিট এবং সোল্টজ।

আয়ারল্যান্ডের ৮ উইকেটের বিনিময়ে ১২৫ রানের জবাবে ব্যাট করতে নেমে মাত্র ২ উইকেট হারিয়ে ৯ বল হাতে রেখেই সহজ জয় তুলে নিয়েছে নামিবিয়া। ক্রেগ উইলিয়ামস (১৫) এবং জেন গ্রিন (২৪) নামিবিয়ার হয়ে শুরুটা ভালোই করেন। ওপেনার জুটির ফিরে যাওয়ার পর আর ফিরে তাকাতে হয়নি এরাসমাসদের। জেরহার্ড এরাসমাসের (৫৩*) অর্ধশতরান এবং ডেভিড উইজের ১৪ বলে ২৮* রানের ক্যামিওতে সুপার ১২-এর টিকিট নিশ্চিত করে নামিবিয়া।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in