

অ্যাডিলেডে ঝড় তুললেন হার্দিক পান্ডিয়া। রাহুল, রোহিত, সূর্যকুমারদের ব্যর্থতার দিনে ভারতকে লড়াকু সংগ্রহ এনে দিলেন হার্দিক। তাঁর ৩৩ বলে ৬৩ রানের দুর্দান্ত ইনিংস এবং বিরাট কোহলির অর্ধশতরানে ভর করে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬৮ রানের পুঁজি সংগ্রহ করেছে টিম ইন্ডিয়া।
বৃহস্পতিবার লোকেশ রাহুল মাত্র ৫ রান করে ফিরে যাওয়ার পর রোহিতের সাথে ম্যাচের হাল ধরেন বিরাট। রোহিত ২৮ বলে ২৭ রানের মন্থর ইনিংস এবং সূর্যকুমার যাদব ১০ বলে ১৪ রান করে আউট হয়ে যাওয়ার পর বিরাট-হার্দিকের হাত ধরে এগিয়ে যেতে থাকে দল।
বিরাট কোহলি ৪০ বলে ৫০ রানের ইনিংস খেলে ফিরে যাওয়ার পর ঝলসে ওঠে হার্দিকের ব্যাট। চারটি বাউন্ডারি এবং পাঁচটি ওভার বাউন্ডারির মাধ্যমে মাত্র ৩৩ বলে ৬৩ রান যোগ করেন তিনি।
এই ম্যাচে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৪,০০০ রানের মাইলফলক স্পর্শ করলেন বিরাট।১১৫ টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচের ১০৭ ইনিংসে ব্যাট করে বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে এ কীর্তি অর্জন করলেন তিনি।
ইংল্যান্ডের হয়ে এই ম্যাচে চার ওভারে ৪৩ রান খরচ করে তিনটি উইকেট নিয়েছেন ক্রিস জর্ডন। চার ওভারে ২০ রান দিয়ে একটি উইকেট নিয়েছেন আদিল রাশিদ। এছাড়া তিন ওভার বল করে ২৪ রান দিয়ে একটি উইকেট নিয়েছেন ক্রিস ওকস।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন