T-20 World Cup 22: শ্রীলঙ্কার বিরুদ্ধে নামার আগে অজি শিবিরে বড় ধাক্কা, করোনা আক্রান্ত তারকা স্পিনার

T-20 World Cup 22: শ্রীলঙ্কার বিরুদ্ধে নামার আগে অজি শিবিরে বড় ধাক্কা, করোনা আক্রান্ত তারকা স্পিনার

সুপার-১২-এর প্রথম ম্যাচে পড়শি দেশ নিউজিল্যান্ডের কাছে ৮৯ রানে হেরেছে অস্ট্রেলিয়া। আজ দ্বিতীয় ম্যাচে এশিয়া চ্যাম্পিয়ন শ্রীলঙ্কার বিপক্ষে নামবে স্বাগতিকরা। তবে ম্যাচের আগেই অস্ট্রেলিয়া শিবিরে এলো খারাপ খবর। করোনা আক্রান্ত হয়ে পড়েছেন দলের সেরা স্পিনার অ্যাডাম জাম্পা। তিনি শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে পারবেন কিনা তা নিয়ে সংশয় রয়েছে।

অজি দলের এক মুখপাত্র জানিয়েছেন, জাম্পা করোনা আক্রান্ত। তবে জাম্পার শরীরে লক্ষণ খুব গুরুতর নয়। এই পরিস্থিতিতে আজকের ম্যাচে জাম্পাকে অস্ট্রেলিয়া পাবে কিনা তা স্পষ্ট নয়।

সম্প্রতি আইসিসির তরফে নতুন নিয়মে জানানো হয়েছে, ২০২২ টি-২০ বিশ্বকাপে কোনো খেলোয়াড় কোভিড আক্রান্ত হলেও চিকিৎসকের পরামর্শ নিয়ে তিনি খেলতে পারবেন। ইতিমধ্যে এই বিশ্বকাপে আয়ারল্যান্ডের অলরাউন্ডার জর্জ ডকরেল শ্রীলঙ্কার বিরুদ্ধে কোরোনা আক্রান্ত হয়েই ম্যাচ খেলেছেন। তাই জাম্পাকেও দেখা যেতে পারে আজকের ম্যাচে।

জাম্পাকে আজকের ম্যাচে নেওয়া হলে তিনি আলাদাভাবে মাঠে প্রবেশ করবেন এবং অন্যান্য অস্ট্রেলিয়ান খেলোয়াড় এবং সহায়তা কর্মীদের সাথে তার যোগাযোগ সীমিত করা হবে। ডকরেলের ক্ষেত্রেও বাকি আইরিশ দলের থেকে পৃথকভাবেই সফর করতে হয়েছিল তাঁকে এবং তাঁর কথা বলা থেকে মেলামেশা, সবই নিয়ন্ত্রিত ছিল।

অস্ট্রেলিয়া এই ম্যাচে কোনওরকম ঝুঁকি নাও নিতে পারে। জাম্পার মধ্যে খুব উদ্বেগজনক কোনও উপসর্গ দেখা না গেলেও, অজি ম্যানেজমেন্টই ঝুঁকি নিতে আগ্রহী নয়। খবর অনুযায়ী, জাম্পার বদলে শ্রীলঙ্কার বিরুদ্ধে অজি দলে সুযোগ পেতে পারেন স্পিন অলরাউন্ডার অ্যাস্টন অ্যাগার।

GOOGLE NEWS-এ আমাদের ফলো করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in